লাল পাড় সাদা শাড়ি পরা মহিলার মৃতদেহ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে, কীভাবে ঘটল এমন ঘটনা! শুনলে গা শিউরে উঠবে

Last Updated:

প্রায়ই লাল পাড় সাদা শাড়ি পরে জঙ্গলে রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন এক মহিলা। শুধু রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো নয়, পাশাপাশি যখন তখন যার তার বাড়িতে ঢুকে যেতেন।

মহম্মদ বাজার থানা
মহম্মদ বাজার থানা
মহম্মদ বাজার, বীরভূম, সুপ্রতিম দাস: প্রায়ই লাল পাড় সাদা শাড়ি পরে জঙ্গলে রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন এক মহিলা। শুধু রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো নয়, পাশাপাশি যখন তখন যার তার বাড়িতে ঢুকে যেতেন। ওই মহিলার সঙ্গেই লক্ষ্মীপুজোর রাতে যে ঘটনা ঘটল তা জানলে গা শিউরে উঠবেন।
প্রায়শই লাল পাড় সাদা শাড়ি পডরে রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে বেড়ানো ওই মহিলা মহম্মদ বাজার থানার অন্তর্গত শালডাঙ্গার বাসিন্দা জাসমিন বেসরা। ওই মহিলারই মৃতদেহ উদ্ধার হয় তার পাশের বাড়ির সিতারাম হেমব্রমের বাড়ির উঠান থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মহম্মদ বাজার থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, লাল পাড় সাদা শাড়ি পরে রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো ওই মহিলা জাসমিন লক্ষ্মীপুজোর রাতে সীতারামের বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ চুরির উদ্দেশ্যে তিনি ঢুকেছিলেন। সেই সময় সীতারাম ভয় পান এবং তাকে পিছন থেকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় জাসমিন বেসরার। এমন ঘটনার পর সীতারাম নিজেই আত্মসমর্পণ করেন। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাসমিন ওই গ্রামে মায়ের সঙ্গে থাকতেন। অন্যদিকে সীতারাম হেমব্রমের পরিবার রয়েছে। রাতের অন্ধকারে এইভাবে ঘোরাঘুরি করতে দেখেই মদ্যপ অবস্থায় ভয়ে এমন কাণ্ড ঘটান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লাল পাড় সাদা শাড়ি পরা মহিলার মৃতদেহ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে, কীভাবে ঘটল এমন ঘটনা! শুনলে গা শিউরে উঠবে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement