Sundarban: সুন্দরবনে পর্যটকদের বোটের নিয়মে বদল! এবার 'এই' সার্টিফিকেট না থাকলে মিলবে না এনওসি, চাপ বাড়ল মালিকদের

Last Updated:

এবার সুন্দরবনের জলপথে থাকা পর্যটকদের বোটগুলির ক্ষেত্রে এনওসিতে কড়াকড়ি করল জেলা প্রশাসন। নতুন নিয়মে মিলবে এনওসি

পর্যটকদের বোট
পর্যটকদের বোট
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার সুন্দরবনের জলপথে থাকা পর্যটকদের বোটগুলির ক্ষেত্রে এনওসিতে কড়াকড়ি করল জেলা প্রশাসন। ফিটনেস সার্টিফিকেট (সিএফ) না থাকলে সংশ্লিষ্ট বোটকে এনওসি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ।
স্বাস্থ্য পরীক্ষায় পাশ না করলে মিলবে না এই এনওসি। এতদিন সিএফের পাওয়ার আগেই নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা হত। বোটের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা পরিষদ ইতিমধ্যেই একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছে। সেই অনুযায়ী কাজ এগিয়ে গিয়েছে। ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে বোট মালিক এনওসির জন্য জেলা পরিষদে আবেদন করতে পারবেন। তারপর ওই নথি নিয়ে বোট লাইসেন্সের জন্য সুন্দরবন টাইগার রিজার্ভে আবেদন করতে হবে। এরপর মিলবে অনুমতি।
advertisement
advertisement
কেউ যদি সিএফ না পান, তাহলে এনওসি পাবেনা না, লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবেন না। জানা গিয়েছে, এনওসি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাসে। অক্টোবরের মধ্যে মালিকদের বোট পরীক্ষা করাতে হবে। সংশ্লিষ্ট বোটের ইঞ্জিন কেমন, পরিকাঠামো ঠিক আছে কি না, আয়তন কতটা ইত্যাদি যাচাই করা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট। সমস্ত ধাপ সঠিকভাবে পার করলে তবেই মিলবে লাইসেন্স।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পরিষদ সূত্রে খবর পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই লাইসেন্স দেওয়ার নিয়মে কড়াকড়ি করা হচ্ছে। বাইরে থেকে সারাবছর এখন সুন্দরবনে হাজার হাজার পর্যটক আসেন। ফলে এই জলযানের সুরক্ষার দিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: সুন্দরবনে পর্যটকদের বোটের নিয়মে বদল! এবার 'এই' সার্টিফিকেট না থাকলে মিলবে না এনওসি, চাপ বাড়ল মালিকদের
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement