সংক্রমণ সারিয়ে বাড়ি ফিরল প্রসূতিরা! আগামী ৬ মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Last Updated:

সংক্রমণ নিয়ে জেলার দুই হাসপাতালকে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য ভবন। এমনকি রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সংক্রমণ যাতে না হয় সেইজন্য গাইডলাইন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

+
বাড়ি

বাড়ি ফিরলেন প্রসূতি মা 

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: অবশেষে বালুরঘাট হাসপাতালে অসুস্থ ৮ প্রসূতি মা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেল। গত ১৮ তারিখ রাতে হঠাৎ করেই এই প্রসূতিরা একসঙ্গে অসুস্থ বোধ করতে শুরু করেন। সকলেরই শ্বাসকষ্ট, কাঁপুনি এবং বমি শুরু হয়। তবে কি কারণে এই সমস্যা হচ্ছে তা বুঝতে না পেরে তড়িঘড়ি রোগীদের নিয়ে যাওয়া হয় সি সি ইউ তে এবং সেখানেই ৩ সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করে রোগীদের ক্লোজ মনিটরিং এর ব্যবস্থা করে জেলা হাসপাতাল। এরপরই কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটি বিশেষ টিম গোটা হাসপাতাল ঘুরে দেখে। অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রসূতিদের জন্য ব্যবহার করা সমস্ত জায়গা পরিদর্শন করেন আধিকারিকরা। কোথা থেকে এই সংক্রমণ তা জানতে মূলত এই পদক্ষেপ।
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, “প্রসূতিদের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। এদিন একটি টিম হাসপাতাল পরিদর্শন করেছে রাজ্যের সঙ্গে বৈঠক হয়েছে। টানা পাঁচ দিন রোগীদের সমস্ত রকম শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করে নিশ্চিত হয়ে তবেই তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
তবে কোথা থেকে সংক্রমণ ছড়াল তা এখনও নিশ্চিত নয়। সংক্রমণ নিয়ে জেলার দুই হাসপাতালকে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য ভবন। এমনকি রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সংক্রমণ যাতে না হয় সেইজন্য গাইডলাইন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালে অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় পর পর অপারেশন থিয়েটার জীবাণুমুক্ত করার নির্দেশ থাকে। এছাড়াও সংক্রমণ রুখতে নানা গাইডলাইন হাসপাতাল তরফে দেওয়া হয়েছে। এদিন বাড়ির আত্মীয়রাও প্রসূতিদের বাড়ি ফিaরিয়ে নিয়ে যেতে পেরে খুশি। তবে আগামী কিছুদিন অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা এমনটাই পরিবার সূত্রের খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সংক্রমণ সারিয়ে বাড়ি ফিরল প্রসূতিরা! আগামী ৬ মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement