সকাল থেকে বিকেলে তো চলছেই, সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা..., আপনিও কি করছেন?

Last Updated:

বিহার-ঝাড়খণ্ডের উৎসব এবার এই বাংলাতেও। শ্রাবণ মাস আসতেই বাজার হয়ে উঠেছে সবুজময়। কারণ জানলে আঁতকে উঠবেন আপনিও।

+
বাজার

বাজার হয়ে উঠেছে সবুজময়

পুরুলিয়া: বিহার-ঝাড়খণ্ডের উৎসব এবার এই বাংলাতেও। শ্রাবণ মাস আসতেই বাজার হয়ে উঠেছে সবুজময়। বাংলার জেলা পুরুলিয়াতেও সবুজ চুড়ি পড়ার হিড়িক পড়েছে মহিলাদের মধ্যে। মহিলাদের পাশাপাশি এখন মেয়েরাও সমানভাবে অংশীদার হচ্ছে এই ঐতিহ্যে। বছরের এই বিশেষ সময়টিতে পুরুলিয়ার বাজার থেকে গলিপথ সমস্ত প্রান্তেই চোখে পড়ছে মহিলাদের হাতে সবুজ চুড়ির বাহার।
একসময় এই চুড়ির চল শুধুমাত্র বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময় বদলেছে এখন। বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও এই সবুজ চুড়ির প্রতি ঝুঁকছে সমানভাবে। শাস্ত্র মতে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা শুভ। স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুড়ি পরে মহিলারা ব্রত রাখেন বিশেষত শ্রাবণের সোমবারে। অনেকেই আবার মাসের প্রথম দিন থেকেই চুড়ি পরে রাখেন শ্রদ্ধা ও বিশ্বাস থেকে।
advertisement
advertisement
কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি পেতেও মহিলারা এই চুড়ি পড়েন শ্রাবণ মাসে। মহিলারা জানান, এটি শুধু ট্র্যাডিশন নয়, এটা এখন একটা ফ্যাশনও হয়ে উঠেছে। শ্রাবণের সবুজ চুড়ি মানেই একটু আলাদা অনুভূতি।
advertisement
অন্যদিকে চুড়ি বিক্রেতারাও জানান, এই মাসে সবুজ চুড়ির চাহিদা তিনগুণ বেড়ে যায়। আগে শুধু মহিলারাই নিতেন, এখন স্কুল-কলেজের মেয়েরাও সবুজ চুড়ির খোঁজে দোকানে আসছে। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির দাম যথেষ্ট নাগালের মধ্যেই। কোথাও বিক্রি হচ্ছে ২৫ টাকা ডজন, কোথাও ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা। চাহিদাও বেশ তুঙ্গে।
advertisement
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সকাল থেকে বিকেলে তো চলছেই, সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা..., আপনিও কি করছেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement