Swimming : ছোট থেকেই শেখা, ৪৬ বছর বয়সে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় পদক জয়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
তবে বর্তমান যুবসমাজকে মোবাইলমুখী না হয়ে মাঠমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন আইআইটি খড়গপুরের এই ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর তথা জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় সফল অদ্রিব বাবু।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: শরীর সুস্থ রাখতে শরীর চর্চার কোনও বিকল্প নেই। বিভিন্ন রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাঁতারের জুড়ি মেলা ভার। তবে ছোটবেলা থেকে অনুশীলন করেন তিনি।বেশ কয়েক ঘন্টা ধরে অনুশীলন করে সম্প্রতি জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় এক অভাবনীয় পারফরম্যান্স মেদিনীপুর সুইমিং ক্লাবের এক সদস্যের।
পেশাগতভাবে আইআইটি খড়গপুরে সিনিয়র ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর। তবে কাজের পর অবসর সময়ে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করেন তিনি। এতেই মিলেছে সফলতা। সম্প্রতি জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে বেশ ভালো ফল করেছেন তিনি।। পেয়েছেন পুরস্কার।
পশ্চিম মেদিনীপুর জেলার এমনই এক কৃতি মানুষ অদ্রিব মিত্র। তিনি আইআইটি খড়গপুরের সিনিয়র ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর। বেশ কয়েক বছর ধরেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের বিভিন্ন বিষয় নিয়ে অনুশীলন করছেন। সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত ২১ তম জাতীয় মাস্টার্স সাঁতার চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়, ৫০ মিটার বাটারফ্লাইতে প্রথম স্থান অধিকার করে নজর সৃষ্টি করেছেন গোটা জেলায়। তার এই জাতীয় স্তরে সফলতায় গর্বিত সকলে।
advertisement
advertisement
মাস্টার্স সাঁতার চ্যাম্পিয়নশিপে ৪৫ থেকে ৪৯ বছর বয়সী বিভাগে তিনটি আলাদা আলাদা প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সফলতা পেয়েছেন। ছোটবেলা থেকেই তিনি শিখতেন সাঁতার। ৪৬ বছর বয়সেই অদ্রিব বাবু এখনও নিয়মিত সাঁতার প্র্যাকটিস করেন। তবে কাজের কারণে নির্দিষ্টভাবে করা হয় না অনুশীলন, তবে কাজ থেকে সময় বের করে তিনি তার প্র্যাকটিস চালিয়ে যান।
advertisement
আরও পড়ুন- অরুণাচল নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন, তারপর তুমুল ট্রোলিং! তারপর একতার বার্তা মহিলার
বর্তমান যুবসমাজকে মোবাইলমুখী না হয়ে মাঠমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন আইআইটি খড়গপুরের এই ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর তথা জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় সফল অদ্রিব বাবু। তবে তার এই সাফল্যে গর্বিত গোটা জেলা। নিজেকে ফিট রাখার তাগিদে এবং বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে তার এই সফলতা নজির সৃষ্টি করেছে গোটা জেলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
November 26, 2025 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swimming : ছোট থেকেই শেখা, ৪৬ বছর বয়সে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় পদক জয়
