Arunachal Pradesh: অরুণাচল নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন, তারপর তুমুল ট্রোলিং! তারপর একতার বার্তা মহিলার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদিও, তাঁ সাম্প্রতিক তম পোস্টে পেমা গোটা বিষয়টির জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে৷ বলেছেন, সেইসময় থেকে এখনও পর্যন্ত যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ৷
নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে জন্ম হওয়ায় সাংহাই বিমানবন্দরে তাঁর ১৮ ঘণ্টার হেনস্থা নতুন করে জটিলতা উস্কে দিয়েছে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে৷ সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে ব্রিটেন নিবাসী অরুণাচল প্রদেশের পেম ওয়াং থঙডক জানিয়েছিলেন, বিমানবন্দরে চিনা আধিকারিকেরা তাঁর ভারতীয় পাসপোর্ট গ্রাহ্যই করতে চাননি৷ তাঁকে উল্টে পরামর্শ দিয়েছিলেন চিনের নাগরিকত্ব গ্রহণ করতে৷ জানিয়েছিলেন, ‘অরুণাচল প্রদেশ বলে কোনও জায়গার অস্তিত্বই নাকি নেই৷’ এরপরেই নিজের পোস্টে প্রশ্ন তুলেছিলেন পেমা, ‘অরুণাচল কি তবে চিনের অংশ?’
অভিযোগ, তাঁর ওই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিংয়ের শিকার হন পেমা৷ প্রশ্ন ওঠে, রাজনৈতিক নেতা থেকে ভারত সরকার যখন অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছিন্ন অংশ হিসাবে দাবি করে গোটা ঘটনার পিছনে চিনের জবাব চাইছে, তখনও তিনি কেন ওই কথা লিখলেন!
advertisement
advertisement
যদিও, তাঁ সাম্প্রতিক তম পোস্টে পেমা গোটা বিষয়টির জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে৷ বলেছেন, সেইসময় থেকে এখনও পর্যন্ত যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ৷
পেমা লেখেন, ‘যাঁরাই এই বিষয়টি নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ৷ আমি এখানে নতুন এবং X-এ খুব একটা সক্রিয়ও নই, কারণ আমি ফিনান্সিয়াল সার্ভিসে খুব উচ্চ পদে চাকরি করি এবং ট্রোলারদের জবাব দেওয়ার মতো আমার কাছে পর্যাপ্ত অবসর সময় নেই’৷
advertisement
সবশেষে তিনি লেখেন, ‘‘আমি এখন ভারতে থাকিই না৷ তাই ভারত সরকার কোনও পদক্ষেপ করলে ভারতীয় এবং অরুণাচলপ্দেশের মানুষের উপরে তার প্রভাব পড়বে৷ আমার নয়৷ আমরা এক দেশ, এবং বিপদে আমরা পরস্পরের পাশে দাঁড়াই৷’’
advertisement
আগের পোস্টে পেমা দাবি করেছিলেন, ব্রিটেন থেকে জাপান যাওয়ার পথে সাংহাই বিমানবন্দরের ট্রানজিটে তাঁকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখেন চিনা অফিসিয়ালরা৷ তাঁকে খাদ্য-পানীয় কিছুই দেওয়া হয়নি৷ এমনকি, অরুণাচল প্রদেশ এখন ‘চিনের’ বলে দাবি করে পেমাকে পরিহাস করেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 26, 2025 10:42 AM IST

