West Medinipur Tourism: কলকাতার কাছেই টয় ট্রেন থেকে এভিয়ারি! হাতের নাগালে আদর্শ পিকনিক স্পট, সবুজে ঘেরা পরিবেশে রয়েছে থাকার ব্যবস্থা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Medinipur Tourism: গোলাপ বাগান থেকে শুরু করে বাচ্চাদের জন্য টয় ট্রেন, এই বাগানে রয়েছে একাধিক আকর্ষণ। কলকাতার কাছে সবুজে ঘেরা এই পিকনিক স্পট অনেকেরই বেশ পছন্দের। কীভাবে যেতে হবে জানুন।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ পশ্চিম মেদিনীপুরে অনেক ঘোরার জায়গা রয়েছে। এমনই একটি অপূর্ব টুরিস্ট স্পট হল পরিমল কানন। অনেকেই এই স্থানের নাম শুনেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিমল কানন এখন একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত এই পার্ক। ছোট ছোট বন সহ মোট ৩০ হেক্টর জুড়ে বিস্তৃত পরিমল কানন। এখানে প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য দু’টি কটেজ (চার শয্যা), একটি ডরমেটরি (১৬ শয্যা), আট রুম (১৬ শয্যা) এবং একটি মিটিং হল রয়েছে। এখানে পার্কিং সুবিধাও (১০০ ধারণক্ষমতা) মিলবে।
পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি দিন কাটানোর জন্য এই জায়গা চমৎকার। এখানে অনেক কক্ষ রয়েছে, যা এই স্থানটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় পিকনিক স্পট পরিমল কানন। এখানে রয়েছে একটি সুন্দর গোলাপ বাগান। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান আছে। সেই সঙ্গেই একটি এভিয়ারি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এর পাশাপাশি আছে একটি ঔষধি গাছের বাগান।
advertisement
আরও পড়ুনঃ ২০ টাকায় ১২ পিস মোমো, তাও আবার নেপালি মোমোর স্বাদ! মেদিনীপুরেই যেন এক টুকরো পাহাড়ি ছোঁয়া
পরিমল কাননে বোটিং করার সুবিধাও মিলবে। এছাড়া নানা ধরনের মাছে ভরপুর একটি অ্যাকোয়ারিয়াম আছে। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে শিশু বাগান। বাচ্চারা চাইলে টয় ট্রেনেও চড়তে পারে। মেদিনীপুরের এই পার্কে বেশ কয়েকটি পিকনিক শেড আছে, যেখানে পিকনিক করা যায়। এখন প্রশ্ন, কীভাবে যেতে হবে।
advertisement
advertisement
সড়কপথে কলকাতা থেকে পরিমল কাননের দূরত্ব প্রায় চার ঘণ্টা। রেলপথে হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনে যাওয়া যায়। স্বাভাবিকভাবে যারা ছুটির একটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চান, তাঁরা চাইলেই এখানে চলে আসতে পারেন। এছাড়া ভ্রমণপ্রেমী মানুষদেরও অত্যন্ত পছন্দের এই জায়গা। এই পার্ক কলকাতা থেকেও বেশ কাছেই অবস্থিত। মহানগরী থেকে সড়কপথে মাত্র চার ঘণ্টার দূরত্ব। রেলপথেও যোগাযোগ অত্যন্ত সুন্দর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড। কিংবা হাওড়া থেকে চন্দ্রকোনা রোড ট্রেনে চাপলে পরিমল কানন পৌঁছনো যাবে। এছাড়া মেদিনীপুর থেকে সড়কপথে দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। এই পার্ক পরিচালনা করে বন বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 07, 2025 10:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur Tourism: কলকাতার কাছেই টয় ট্রেন থেকে এভিয়ারি! হাতের নাগালে আদর্শ পিকনিক স্পট, সবুজে ঘেরা পরিবেশে রয়েছে থাকার ব্যবস্থা
