২০ টাকায় ১২ পিস মোমো, তাও আবার নেপালি মোমোর স্বাদ! মেদিনীপুরেই যেন এক টুকরো পাহাড়ি ছোঁয়া

Last Updated:

কেউ আসছে স্কুলব্যাগ কাঁধে, কেউ বন্ধুর বাইকে চেপে— কিন্তু লক্ষ্য একটাই, নেপালি পাড়ার সেই গরম গরম মোমো। আজকের দিনে যেখানে এক প্লেট মোমোর দাম ছুঁয়ে যাচ্ছে ৫০ টাকা, সেখানে মাত্র কুড়ি টাকায় এমন দারুণ স্বাদের মোমো পাওয়া— সত্যিই অবাক করার মতো!

+
নেপালি

নেপালি পাড়া 

মেদিনীপুর, রঞ্জন চন্দ: মেদিনীপুরের কোলে এক টুকরো নেপাল। পাহাড়ি এলাকায় যেমন সকাল থেকে কিংবা সন্ধ্যাবেলায় ধোঁয়া ওঠা গরম মোমোর স্বাদ নেন সকলে, তেমনি প্রত্যন্ত মেদিনীপুর শহরেও বিকেল থেকে মোমোর টেস্ট নেওয়ার জন্য ব্যস্ততা লেগে যায়। বিকেল থেকেই ভিড় জমে মেদিনীপুর শহরের নেপালিপাড়ায়। অত্যন্ত সস্তা এবং দারুণ টেস্ট, আর এই স্বাদ নিতেই দূর-দূরান্ত থেকে আসেন অনেকে। মাত্র কুড়ি টাকায় ১২ পিস মোমো। আর এতেই যেন মন মজেছে সকলের।
প্রতিদিন বিকেল গড়ালেই, ছোট্ট এই জায়গায় ব্যাপক ভিড়। ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে বড়দের ভিড় লেগে থাকে শুধুমাত্র মোমোর স্বাদ নিতে। মেদিনীপুর শহরের এক কোনে যেন এক টুকরো নেপাল। পাহাড়ি এলাকায় যেমন চিকেন মোমো, ভেজ মোমো-সহ একাধিক ভ্যারাইটির মোমো পাওয়া যায় তেমনই মেদিনীপুর শহরের অদূরে নেপালি পাড়ার এক কোনে এখন প্রতিদিন সন্ধ্যা নামলেই জমে ওঠে এক অনন্য স্বাদের আসর। এখানে মাত্র কুড়ি টাকায় মিলছে ১২ পিস ভেজ মোমো, আর কুড়ি টাকায় ৮ পিস চিকেন মোমো— এমন অফার শুনে কে না থমকে দাঁড়াবে!
advertisement
স্বাদের সঙ্গে দামের এই মেলবন্ধনই যেন নেপালি পাড়ার এই ছোট্ট দোকানটিকে বানিয়ে দিয়েছে স্কুল-কলেজ পড়ুয়াদের নতুন আড্ডার জায়গা। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় ভিড়। হাতে খুচরো টাকা, আর মন ভরে খাওয়ার আনন্দ— এ যেন টিফিন টাইমের নতুন সংজ্ঞা। বিকেল ৪.৩০ এ খোলে এই দোকান বন্ধ হয় রাত্রি ১০টায়। এছাড়াও ব্যস্ততা থাকে এই এলাকায়। টক-ঝাল লাল চাটনি আর গরম স্যুপ— স্বাদের এই কম্বিনেশনে মজে যাচ্ছে তরুণ প্রজন্ম।স্কুল কলেজ পড়ুয়া থেকে বয়স্ক সকলে জন্য এই দোকান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মোমো খেতে। কম দামে এমন মানসম্মত খাবারই মানুষকে এখানে টেনে আনছে। কেউ আসছে স্কুলব্যাগ কাঁধে, কেউ বন্ধুর বাইকে চেপে— কিন্তু লক্ষ্য একটাই, নেপালি পাড়ার সেই গরম গরম মোমো। আজকের দিনে যেখানে এক প্লেট মোমোর দাম ছুঁয়ে যাচ্ছে ৫০ টাকা, সেখানে মাত্র কুড়ি টাকায় এমন দারুণ স্বাদের মোমো পাওয়া— সত্যিই অবাক করার মতো!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০ টাকায় ১২ পিস মোমো, তাও আবার নেপালি মোমোর স্বাদ! মেদিনীপুরেই যেন এক টুকরো পাহাড়ি ছোঁয়া
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement