কঠিন লড়াইয়ে কঠোর পরিশ্রম এনে দিল জোড়া সোনা! জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় মেদিনীপুরের যুবকের কারনামায় গর্বে বুক ভরল বাংলার

Last Updated:

ইচ্ছে থাকলে শত বাধাকেও উপেক্ষা করে এগিয়ে যাওয়া যায়। পুষ্টিকর খাবার না পেলেও, প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে ওঠা সেই ছেলে নাম করে গোটা দেশের কাছে। 

+
সোনা

সোনা জয়ী সবংয়ের যুবক

সবং, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়ি থেকে ট্রেন ধরে সুরাট পৌঁছনো। মাঝে একদিনের বিরতি, এরপর সোজা ৫০০০ মিটার বা ৫ কিলোমিটারের ট্র্যাক। সঙ্গে প্রতিযোগী আরও বিভিন্ন রাজ্যের। মনে অদম্য জেদ এবং সাহস। অনুশীলন গ্রামের রাস্তায় কিংবা নদীর পাড় বরাবর। তবে গ্রামের রাস্তা থেকে রানিং ট্র্যাক, গ্রামের ছেলের কামাল ভিন রাজ্যে। জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় এবার সফল পশ্চিম মেদিনীপুরের সবং-এর এক যুবক। সম্প্রতি জাতীয় স্তরের ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছেন সবংয়ের এই কৃতী যুবক। তার সাফল্যে গর্বিত সবং থেকে গোটা জেলা। রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরে এমন দুর্ধর্ষ সফলতা অবাক করেছে সকলকে।
সোনার ছেলে বারিন। জোড়া সোনা জিতে নাম উজ্জ্বল করেছে সবং-এর ছেলে। সবং-এর প্রত্যন্ত গ্রাম উত্তর বাঁশবনির ছেলে বারিন। সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা। এলাকায় তেমন চর্চা না থাকার কারণে কপালেশ্বরী নদীর পাড় বরাবর তাকে দৌড় প্র্যাকটিস করতে হয়েছে। ফুটবল এবং দৌড় তার বরাবরের ভালবাসা। তবে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে জাতীয় স্তরের মঞ্চে সোনা জয়ের কারণে গোটা গ্রাম জুড়ে যেন উৎসবের মরশুম। কারণ, জাতীয় মঞ্চে জোড়া স্বর্ণপদক জিতে গ্রামে ফিরেছেন সেখানকার ‘সোনার ছেলে’ বারিন কুমার সাহু।
advertisement
advertisement
জানা গিয়েছে, জাতীয় স্তরের ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছেন এই কৃতী যুবক। দারিদ্রতার সঙ্গে লড়াই করে জাতীয় মঞ্চে এমন কৃতিত্ব অর্জন করা বারিন কুমার সাহু আজ রাজ্যের হাজার হাজার তরুণ প্রতিভার কাছে এক উজ্জ্বল উদাহরণ। বারিনের পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা। বারিনের ইচ্ছে আগামীদিনে অলিম্পিকে অংশ নেওয়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইচ্ছে থাকলে শত বাধাকেও উপেক্ষা করে এগিয়ে যাওয়া যায়। পুষ্টিকর খাবার না পেলেও, প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে ওঠা সেই ছেলে নাম করে গোটা দেশের কাছে। বিভিন্ন রাজ্যের সফল প্রতিযোগীদের হারিয়ে এবার নতুন অধ্যায় সৃষ্টি করেছে গ্রামের এই ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কঠিন লড়াইয়ে কঠোর পরিশ্রম এনে দিল জোড়া সোনা! জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় মেদিনীপুরের যুবকের কারনামায় গর্বে বুক ভরল বাংলার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement