West Medinipur News: যাত্রী প্রতীক্ষালয়ে রমরম করে চলছে জুতোর দোকান, ছ'হাজার টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি! পিংলায় আজব কাণ্ড
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: ১০ বছর আগে তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে চলছে জুতোর দোকান। বার্ষিক চুক্তির ভিত্তিতে লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: ১০ বছর আগে তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে চলছে জুতোর দোকান। ভাড়া দিয়েই বসেছি, দাবি দোকানদারের। ব্যবহার করা হয়না, তাই রক্ষনাবেক্ষনের প্রয়োজন। তার জন্য সামান্য টাকায় দেওয়া হয়েছে। যাত্রীরা আবেদন করলেই সাত দিনের মধ্যে খুলে নেওয়া হবে দোকান, দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির।
আবার বিধায়ক অজিত মাইতি অভিযোগ এলে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়ার নিদান দিয়েছেন। সবমিলিয়ে সরগরম পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলস্যা গ্রাম পঞ্চায়েতের অধীন বাড়গোকুল এলাকার বাসিন্দা লাল্টু হেমরম। সরকারি টাকায় তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে রয়েছে তার জুতোর দোকান। এর জন্য পঞ্চায়েত সমিতি তার কাছে থেকে বছর চুক্তি হিসেবে ৬ হাজা টাকা নিয়েছে। তার রসিদও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
১০ বছর আগে পঞ্চায়েত সমিতি থেকে ওই যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল। কিন্তু সেটি কেউ ব্যবহার করেন না, এই দাবি তুলে লাল্টু হেমরমকে জুতোর দোকানের লিজ দেওয়া হয়েছে। তার বিনিময়ে ৬ হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত সমিতি। একথা স্বীকারও করেছেন লাল্টু হেমরম। এ বিষয়ে খড়্গপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বলেন, ওই যাত্রী প্রতিক্ষালয়ে কেউ বসে না। নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রক্ষনাবেক্ষণের জন্য সামান্য টাকায় এক জনকে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ছাগলের টোপ কাজে এল না, যেকোনও সময় লোকালয়ে ঢুকতে পারে বাঘ! জি-প্লটে মাইকিং, সতর্ক করছে প্রশাসন
তিনি আরও বলেন, যেদিন যাত্রীরা আবেদন করবেন, তার সাতদিনের মধ্যে দোকান সরিয়ে দেব। যাত্রীরা প্রতীক্ষালয় ব্যবহার করতে পারবেন। অপরদিকে এ বিষয়ে পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি জানান, আমার কাছে এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি। যদি আসে পুলিশ দিয়ে ওই দোকান তুলে দেব। এই ভাবে প্রতীক্ষালয় ভাড়ায় দেওয়া যায় না। এই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে পিংলা বিধানসভা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 07, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: যাত্রী প্রতীক্ষালয়ে রমরম করে চলছে জুতোর দোকান, ছ'হাজার টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি! পিংলায় আজব কাণ্ড

