West Medinipur News: যাত্রী প্রতীক্ষালয়ে রমরম করে চলছে জুতোর দোকান, ছ'হাজার টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি! পিংলায় আজব কাণ্ড

Last Updated:

West Medinipur News: ১০ বছর আগে তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে চলছে জুতোর দোকান। বার্ষিক চুক্তির ভিত্তিতে লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি।

যাত্রী প্রতীক্ষালয়ে জুতোর দোকান
যাত্রী প্রতীক্ষালয়ে জুতোর দোকান
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: ১০ বছর আগে তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে চলছে জুতোর দোকান। ভাড়া দিয়েই বসেছি, দাবি দোকানদারের। ব্যবহার করা হয়না, তাই রক্ষনাবেক্ষনের প্রয়োজন। তার জন্য সামান্য টাকায় দেওয়া হয়েছে। যাত্রীরা আবেদন করলেই সাত দিনের মধ্যে খুলে নেওয়া হবে দোকান, দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির।
আবার বিধায়ক অজিত মাইতি অভিযোগ এলে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়ার নিদান দিয়েছেন। সবমিলিয়ে সরগরম পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলস্যা গ্রাম পঞ্চায়েতের অধীন বাড়গোকুল এলাকার বাসিন্দা লাল্টু হেমরম। সরকারি টাকায় তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে রয়েছে তার জুতোর দোকান। এর জন্য পঞ্চায়েত সমিতি তার কাছে থেকে বছর চুক্তি হিসেবে ৬ হাজা টাকা নিয়েছে। তার রসিদও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
১০ বছর আগে পঞ্চায়েত সমিতি থেকে ওই যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল। কিন্তু সেটি কেউ ব্যবহার করেন না, এই দাবি তুলে  লাল্টু হেমরমকে জুতোর দোকানের লিজ দেওয়া হয়েছে। তার বিনিময়ে ৬ হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত সমিতি। একথা স্বীকারও করেছেন লাল্টু হেমরম। এ বিষয়ে খড়্গপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বলেন, ওই যাত্রী প্রতিক্ষালয়ে কেউ বসে না। নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রক্ষনাবেক্ষণের জন্য সামান্য টাকায় এক জনকে দেওয়া হয়েছে।
advertisement
তিনি আরও বলেন, যেদিন যাত্রীরা আবেদন করবেন, তার সাতদিনের মধ্যে দোকান সরিয়ে দেব। যাত্রীরা প্রতীক্ষালয় ব্যবহার করতে পারবেন। অপরদিকে এ বিষয়ে পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি জানান, আমার কাছে এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি। যদি আসে পুলিশ দিয়ে ওই দোকান তুলে দেব। এই ভাবে প্রতীক্ষালয় ভাড়ায় দেওয়া যায় না। এই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে পিংলা বিধানসভা এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: যাত্রী প্রতীক্ষালয়ে রমরম করে চলছে জুতোর দোকান, ছ'হাজার টাকায় লিজ দিয়েছে পঞ্চায়েত সমিতি! পিংলায় আজব কাণ্ড
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement