West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
West Medinipur News: পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। শেষমেষ জন্ম দিল মৃত সন্তানের।
পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রণায় ছটফটানি। শেষমেষ মৃত সন্তানের জন্ম। এলাকার মানুষের প্রচেষ্টায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল বন দফতরে।
পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। মানুষ যেমন কষ্টে আশ্রয় খোঁজে, তেমনই মা হওয়ার যন্ত্রণায় ছটফট করে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। অর্ধপ্রসব অবস্থায় মৃত সন্তানকে আঁকড়ে অসহ্য ব্যথায় কাতর সে। যেন নির্বাক ভাষায় জানান দিচ্ছিল, ‘আমাকে সাহায্য করুন…’।
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে বাঁকুড়ায় বিরাট কর্মযজ্ঞ! গ্ৰামে গ্ৰামে শুরু পঞ্চবটি রোপণ, ১ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বেলাড়ের জগদীশ মণ্ডলের বাড়ির উঠোনে। ধানের কাঁড়ের উপর এসে ধপ করে বসে পড়ে হনুমানটি। গ্রামের মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণভাবে খাবারের সন্ধানে এসেছে। কিন্তু একটু পরেই চোখে পড়ে, প্রসবের প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে সে।
advertisement
advertisement
তার সঙ্গীরাও ত্রিপল দিয়ে ঢেকে তাকে সাহায্য করার মরিয়া চেষ্টা করলেও কোনওভাবেই সন্তানের জন্ম সম্পূর্ণ করাতে পারছিল না। আর ততক্ষণে স্পষ্ট হয়ে যায়, অর্ধেক বের হওয়া শিশুটি মৃত।
আরও পড়ুনঃ রাতে মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যুর হাতছানি! রোটার-যুক্ত ট্রাক্টর উলটে চাপা পড়লেন ২ শ্রমিক, এলাকায় তীব্র শোক
এই দৃশ্য দেখে চোখে জল আসে গ্রামের মানুষদের। সবাই মিলে ফোন করেন পিংলা প্রাণিসম্পদ দফতরে। সেখান থেকে খবর যায় ডেবরা বন বিভাগের কাছে। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা নাগাদ রেসকিউ টিম ও পশুচিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। এবং হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 03, 2025 11:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

