Bankura News: পরিবেশ বাঁচাতে বাঁকুড়ায় বিরাট কর্মযজ্ঞ! গ্ৰামে গ্ৰামে শুরু পঞ্চবটি রোপণ, ১ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: ২ মাসে বাঁকুড়া জেলার ১০০০ গ্রামে সবুজায়নের লক্ষ্য নিয়েছে দ্য আর্ট অফ লিভিং সংস্থা। এক লক্ষ্য গাছ লাগানো হবে বাঁকুড়ায়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গ্ৰামে গ্ৰামে পঞ্চবটি রোপণ কর্মসূচি। ২ মাসে ১০০০ গ্রামে সবুজায়নের লক্ষ্য নিয়েছে দ্য আর্ট অফ লিভিং সংস্থা । নিজস্ব পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিল The Art of Living সংস্থা। ‘পঞ্চবটি রোপণ’ প্রকল্পের মাধ্যমে আগামী দু’মাসে মোট ১০০০ গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
সেই মতো সোমবার সকালে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ ৫ প্রকারের বৃক্ষ বট, অশ্বত্থ, আম, নিম, ডুমুর রোপণ করা হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাতে মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যুর হাতছানি! রোটার-যুক্ত ট্রাক্টর উলটে চাপা পড়লেন ২ শ্রমিক, এলাকায় তীব্র শোক
প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির, রোপণ-পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে। The Art of Living-এর বাঁকুড়া কো-অর্ডিনেটর ও ইনচার্জ অমিত পারিয়াল জানিয়েছেন, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংস্থার দাবি, এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরে সবুজায়ন বহুগুণে বৃদ্ধি পাবে পাশাপাশি সুস্থ এক পরিবেশ গড়ে উঠবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা সকলের থাকা উচিত, দায়বদ্ধভাবে থেকে পরিবেশকে ভালবাসলে তবেই সুন্দর এবং সুস্থ সমাজ গড়ে তোলা যায়। সেই পথেই অগ্রসর হয়েছে বাঁকুড়া জেলা।
advertisement
দুর্দান্ত এই কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। এক লক্ষ্য গাছ লাগানো হবে বাঁকুড়া জেলায়। জানতেন কি এই কর্মসূচির কথা? না জানলে যোগদান করুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 03, 2025 11:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পরিবেশ বাঁচাতে বাঁকুড়ায় বিরাট কর্মযজ্ঞ! গ্ৰামে গ্ৰামে শুরু পঞ্চবটি রোপণ, ১ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা
