West Medinipur News: পশ্চিম মেদিনীপুর থেকে সোজা ফ্রান্স! বিরাট চমক, ডেবরার শিল্পীর হাতের কাজের সাজবে বিদেশের মিউজিয়াম

Last Updated:

West Medinipur News প্রত্যন্ত গ্রাম থেকে ফ্রান্স পাড়ি দেওয়া, ওপেন মিউজিয়ামে অসাধারণ ভাস্কর্য তৈরি শিল্পীর।

+
শিল্পী

শিল্পী দেবাশীষ বেরা

ডেবরা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রত্যন্ত গ্রামে থেকেও অদম্য সাহস। শিল্পের সঙ্গে নিজেকে একাত্ম করেছেন বহু আগেই। ২০১৫ তে অস্ট্রিয়াতে থেকে কাজ শেখা। ভাস্কর্য তার যেন শিরায় শিরায়। সম্প্রতি ফ্রান্সে গিয়েও নিজের অসাধারণ দক্ষতা দেখিয়েছেন সারাদেশের কাছে। দেশের মুষ্টিমেয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
তাঁর ভাস্কর্যে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবনা। তাঁর শিল্প নিপুণতা অবাক করে তুলেছে সকলকে। বিদেশের মাটিতেও সফল এই শিল্পী। একদিকে ইতিহাস, অন্যদিকে ঐতিহ্য এবং শিল্পী নতুন ভাবনা এক দিগন্ত এনে দিয়েছে ফ্রান্সেও।
advertisement
advertisement
ডেবরা থেকে ফ্রান্স গিয়ে অসাধ্য সাধন এক ভাস্কর্য শিল্পীর। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচকের দেবাশেষ বেরা। শৈশব কেটেছে গ্রামের বাড়িতে। মৃৎশিল্পী বাবার কর্মশালায় তার বড় হয়ে ওঠা। গ্রাম জীবন থেকে আন্তর্জাতিক ক্ষেত্র সবেতেই অবাধ বিচরণ তার। সম্প্রতি ফ্রান্সের লেস লেপিডিয়ালেস এ প্রায় ১২ ফুট এর পাথরের ভাস্কর্য তৈরি করেছেন তিনি। যেখানে আফ্রিকার প্রাচীন শান উপজাতির জীবন ও সাংস্কৃতিক ঘটনাকে ফুটিয়ে তুলেছেন।
advertisement
ওপেন মিউজিয়ামে সাজান থাকবে, প্রত্যন্ত গ্রামের এই ছেলের হাতে তৈরি ভাস্কর্য। বেশ কয়েক মাস ফ্রান্সে থেকে তার এই সৃজন প্রক্রিয়া ও দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তুলেছেন তিনি। যেখানে ইউরোপ,  সহ প্রায় পাঁচটি বিভিন্ন দেশের মুষ্টিমেয় শিল্পী উপস্থিত ছিলেন। অস্ট্রিয়াতে ২০১৫ তে একটি গ্যালারিতে কাজ করার পর ফিরে আসেন নিজের গ্রামে। এখানে শুরু করেন তার শিল্প ভাবনা।
advertisement
সম্প্রতি ফ্রান্সে গিয়ে পাথরের উপর খোদাই করেছেন তার ভাবনা। দেবাশীষ বেরার এই সফলতার কেবল শিল্পীর ব্যক্তিগত অর্জন নয়, প্রত্যন্ত গ্রাম থেকে বিদেশের মঞ্চেও যে শিল্পের কোনও ভাগ নেই তা প্রমাণ করেছেন এই শিল্পী। তার প্রতিভা এবং ভাবনাকে কুর্নিশ জানিয়েছে দেশ থেকে বিদেশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পশ্চিম মেদিনীপুর থেকে সোজা ফ্রান্স! বিরাট চমক, ডেবরার শিল্পীর হাতের কাজের সাজবে বিদেশের মিউজিয়াম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement