West Medinipur News: বড়দিনের আগেই বড় সর্বনাশ! গভীর রাতে দাউদাউ করে জ্বলছে আগুন, পিংলায় পুড়ে ছাই বেকারি

Last Updated:

West Medinipur News: বড়দিনের আগেই সব শেষ। পিংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের অন্ধকারে পুড়ে ছাই বেকারি।

বড়দিনের আগেই পুড়ে ছাই পিংলার বেকারি
বড়দিনের আগেই পুড়ে ছাই পিংলার বেকারি
পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: বড়দিনের আগেই সব শেষ। পিংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের অন্ধকারে পুড়ে ছাই বেকারি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বড়িষা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৩০ নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে এলাকার একটি বেকারি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, আর তার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বেকারিটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক স্থানীয় ব্যক্তি। হঠাৎই তিনি বেকারির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ার স্তর ঘন আগুনে বদলে যায়। আতঙ্কে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দেন এবং পুলিশকে ফোন করেন।
আরও পড়ুনঃ হাওড়ায় শুরু জাতীয় নাট্য উৎসব! ৭ দিনে ১৯টি নাটক দেখার সুযোগ, সময়সূচী, টিকিটের মূল্য, কোন থিয়েটার রইল বিস্তারিত
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। এরপর দমকল বিভাগকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তবে আগুনের তীব্রতার কারণে ততক্ষণে গোটা বেকারিই ছাই হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবিভক্ত ২৪ পরগনার ইতিহাস চর্চার পথিকৃৎ কালিদাস দত্তের বাড়িটি হেরিটেজ ভবন ঘোষণার দাবি জয়নগরে
স্থানীয়দের দাবি, দোকানের ভিতরে দাহ্য সামগ্রী থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ! তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে বেকারির মালিকের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়িষা এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বড়দিনের আগেই বড় সর্বনাশ! গভীর রাতে দাউদাউ করে জ্বলছে আগুন, পিংলায় পুড়ে ছাই বেকারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement