West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, উত্তরবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

Last Updated:

হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা
বিশ্বজিৎ সাহা, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মন্থা’ যেতে না-যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
advertisement
আজ, বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশ। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একটানা শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। উইকেন্ডে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে।‌ সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া:
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সামান্য কমতে পারে আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, উত্তরবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement