Bilaspur Train Accident Update: রেড সিগন্যাল হয়ত দেখতে পাননি লোকো পাইলট! রেল দুর্ঘটনার কারণ জানতে তদন্ত, বিলাসপুর কাণ্ডে মৃত বেড়ে ১১
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যদিও, সূত্রের খবর, ওই এলাকায় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থাই কার্যকর৷ তাই কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকতে পারে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷
ছত্তিশগড়: ছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ১১ এ দাঁড়িয়েছে৷ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ কোরবা জেলার গেভরা থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল৷ আজ, বুধবার বেলা ১১'টা নাগাদ বিলাসপুরের লালখাদানে যাবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। প্রাথমিকভাবে রেল, দুর্ঘটনার জন্য ট্রেন চালককে দায়ী করছে। তবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। যাত্রীবাহী ট্রেনের রেকটি আধুনিক মেমু রেক ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঘটনাস্থলের ছবি বা ভিডিয়োয় দেখা যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন একটি মালবাহী ট্রেনের উপরে উঠে গেছে৷ রেলের ঊর্ধ্বতন আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মৃতদের পরিবারকে ১০ লক্ষ এবং গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে৷ যাঁরা কম আঘাত পেয়েছেন, তাঁরা পাবেন ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য৷









