Purulia: পুরুলিয়ার কৃষিকাজে নতুন দিগন্তের সূচনা! আধুনিকতার ছোঁয়ায় কম সময় আর স্বল্প পরিশ্রমেই সমৃদ্ধ চাষিদের ঘর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia: পুরুলিয়ার কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া। আধুনিক যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মাঠের ধান কাটা এখন আরও সহজ। পরিশ্রম কমিয়ে, সময় বাঁচিয়ে এবং উৎপাদন বাড়িয়ে আধুনিক প্রযুক্তি এখন কৃষকের নতুন সাথী।
শান্তনু দাস, পুরুলিয়া: আধুনিকতার ছোঁয়া লেগেছে পুরুলিয়ার চাষাবাদেও। আগের মতো আর ধান কাটতে শরীরের অতিরিক্ত পরিশ্রম বা শ্রমিকের অভাবের চিন্তা নেই। আধুনিক যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এখন মাঠেই মেশিন ব্যবহার করে ধান ও খড় আলাদা করে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে।
বর্তমান সময়ে যখন ধান কাটার জন্য শ্রমিক সঙ্কট দেখা দিচ্ছে, ঠিক তখনই কৃষকদের ভরসা হয়ে উঠছে এই আধুনিক যন্ত্রচালিত পদ্ধতি। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই আধুনিক ধান কাটার মেশিন। জেলার অধিকাংশ চাষি এখন ধান কাটার কাজে মেশিন ব্যবহার করছেন।
আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির জন্য দারুণ সুখবর! খুলে গেল হরিণঘাটা মিটের নতুন আউটলেট, স্বল্পমূল্যে টার্কি, হাঁস, কোয়েলের মাংস, কোথায় জানুন
কৃষকদের মতে, “এই পদ্ধতিতে যেমন পরিশ্রম অনেক কম হচ্ছে, তেমনই অল্প সময়ের মধ্যেই গোটা খেতের ধান কাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এতে সময়, শ্রম ও খরচ, তিনটিই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি কৃষিকাজ আরও ফলপ্রসূ ও লাভজনক হয়ে উঠছে।” ধান চাষি তুষার কান্তি কোটাল বলেন, “কলকাতা থেকে মেশিন এনে নিজের খেতে এই বছর ধান কাটছি। আগের মতো পরিশ্রম নেই বললেই চলে। শ্রমিকের প্রয়োজনও খুব কম পড়ছে।”
advertisement
advertisement

আধুনিক যন্ত্রের সাহায্যে কাটা হচ্ছে ধান
আরও পড়ুনঃ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারকে ঘিরে পুলিশ ও বিএসএফের মধ্যে হাতাহাতি! জখম ২, গ্রেফতার ১ জওয়ান, চাপড়ায় শোরগোল
অন্যদিকে, মেশিনের মালিক ইলামবাজারের বাসিন্দা শেখ পিন্টু জানান, “এই মেশিনে ধান কাটার সময় খড়টা আলাদা করে পোয়াল হিসেবে না পাওয়া গেলেও, সেটি জমিতে মিশে সার হিসেবে জমিকে আরও উর্বর করে তোলে। যেটা জমির ক্ষেত্রে খুবই ভাল। প্রতি ঘণ্টায় আমরা তিন হাজার টাকা ভাড়ায় এই মেশিন দিয়ে ধান কাটি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিতে এই আধুনিক উদ্যোগ কৃষিকাজে নতুন দিগন্তের সূচনা করেছে। পরিশ্রম কমিয়ে, সময় বাঁচিয়ে এবং উৎপাদন বাড়িয়ে আধুনিক প্রযুক্তিই এখন কৃষকের নতুন সাথী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
November 05, 2025 11:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: পুরুলিয়ার কৃষিকাজে নতুন দিগন্তের সূচনা! আধুনিকতার ছোঁয়ায় কম সময় আর স্বল্প পরিশ্রমেই সমৃদ্ধ চাষিদের ঘর
