জানা যায়, ‘হরিণঘাটা মিট’ থেকে প্রসেসিং করা মাংস প্যাকেটিং করে এই আউটলেটে আনা হচ্ছে। বাজারদরের তুলনায় এখানে মাংসের দাম অনেক কম, ফলে সাধারণ মানুষও সহজেই ভাল মানের মাংস কিনতে পারছেন। এছাড়াও, গ্রাহকদের সুবিধার জন্য এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, যা শহরবাসীর কাছে বাড়তি পাওনা।
advertisement
হরিণঘাটা মিট
রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। রঘুনাথপুরের হরিণঘাটা মিট আউটলেটের ব্যবসায়ী বিশ্বজিৎ মুখার্জী জানান, ‘হরিণঘাটা মিট হচ্ছে সরকারের একটি বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই আউটলেট খোলা হয়েছে এবং সব জায়গাতেই প্রচুর চাহিদা রয়েছে। রঘুনাথপুরেও সেই ধারাবাহিকতায় মানুষের আগ্রহ ও চাহিদা দিনে দিনে বাড়ছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘হরিণঘাটা মিট’ ইতিমধ্যেই একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার পুরুলিয়ার রঘুনাথপুরেও সেই সাফল্যের গল্প যোগ হল নতুন অধ্যায়ে।





