West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

Last Updated:
West Bengal Weather Today: ঘূর্ণিঝড় ‘মন্থা’ যেতে না-যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র।
1/6
ঘূর্ণিঝড় ‘মন্থা’ যেতে না-যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
ঘূর্ণিঝড় ‘মন্থা’ যেতে না-যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আজ, বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আজ, বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা।
advertisement
3/6
আজ, বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিস্কার আকাশ। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা রয়েছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একটানা শুষ্ক আবহাওয়া। আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। উইকেন্ডে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে।‌ সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আজ, বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিস্কার আকাশ। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা রয়েছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একটানা শুষ্ক আবহাওয়া। আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। উইকেন্ডে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে।‌ সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সামান্য কমতে পারে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সামান্য কমতে পারে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে।
advertisement
5/6
কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালে খুব হালকা শীতের অনুভূতি। কোথাও কোথাও হালকা ধোঁয়াশা এবং কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। উইকেন্ডে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে।
কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালে খুব হালকা শীতের অনুভূতি। কোথাও কোথাও হালকা ধোঁয়াশা এবং কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। উইকেন্ডে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৭ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৭ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement