West Bengal news: যুবকের হাতে লেখা LOVE, তাতেই বদলে গেল গোটা পরিবার! কাটোয়ায় যা ঘটল কল্পনাও করতে পারবেন না

Last Updated:

West Bengal News: নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ২২ বছর পর ফিরে পেল পরিবার। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ফিরে এল ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবক। মানসিক ভারসাম্যহীন চিরিতন মণ্ডলের ফিরে আসায় মণ্ডল পরিবারে বইছে খুশির জোয়ার।

+
বাবা

বাবা মায়ের সঙ্গে ছেলে 

পূর্ব বর্ধমান: নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে ২২ বছর পর ফিরে পেল পরিবার। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ফিরে এল ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবক। মানসিক ভারসাম্যহীন চিরিতন মণ্ডলের ফিরে আসায় মণ্ডল পরিবারে বইছে খুশির জোয়ার। দীর্ঘ দুই দশক পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন বাবা পুলিস মণ্ডল ও মা গোলাপী মণ্ডল। ২০০৪ সালে একদিন সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন চিরিতন। সেসময় তার বয়স ছিল আনুমানিক ১৯ বছর। পরিবারের দাবি, তখন বহু খোঁজাখুঁজির পরও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, গ্রামে গ্রামে পোস্টারও লাগানো হয়। কিন্তু ব্যর্থ হন দুস্থ কৃষক পুলিস মণ্ডল। শেষমেশ হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা।
advertisement
advertisement
তবে সম্প্রতি কলকাতার একটি মানসিক হাসপাতাল থেকে ফোন আসে মণ্ডল পরিবারে। জানানো হয়, তাঁদের নিখোঁজ ছেলে বর্তমানে সেখানেই ভর্তি। এরপর বাবা-মা ও পরিবারের সদস্যরা সেখানে যান। সেখানে গিয়ে দেখেন ২২ বছরে চিরিতনের মুখের আদল অনেকটাই বদলে গিয়েছে। বাড়ির লোকের তাকে চিনতে অনেকটাই অসুবিধা হয়। কিন্তু তাঁর এক কাকু একটি গুরুত্বপূর্ণ সূত্রে তাকে শনাক্ত করেন। চিরিতনের ডান হাতে ‘লাভ’ লেখা একটি ট্যাটু ছিল, সেই ট্যাটু তারা একসঙ্গে গ্রামীণ মেলায় করিয়েছিলেন। চিরিতনের বোন কুসুম গায়েন বলেন, “দাদা হারিয়ে গিয়েছিল। এখন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। কখনও ভাবিনি ফিরে আসবে। হাতের ট্যাটু দেখে চিনতে পেরেছি।”
advertisement
বর্তমানে চিরিতনের বয়স ৪১, মাথায় কাঁচা পাকা চুল, মুখে খোঁচা দাড়ি। পুরানো দিনের স্মৃতি স্পষ্ট নয়, তবু মা-বাবাকে ফিরে পেয়ে তাঁর চোখে আনন্দের জল। ঘরে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে চিরিতনের সঙ্গে দেখা করতে আসেন বিডিও ও স্থানীয় পুলিস আধিকারিকরা। বাড়িতে ভিড় জমিয়েছে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও। কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারী বলেন, “ও ভাল সোনা রূপার কারিগর ছিল। কিন্তু মাথার কিছু সমস্যার কারণে হারিয়ে গিয়েছিল। পুলিশের সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে আবার ফিরিয়ে দেওয়া হল।”
advertisement
চিরিতনের ফিরে আসা যেন এক বিস্ময়কর স্বপ্নপূরণ। মা-বাবার চোখে জল, মুখে স্তব্ধতা, তবুও চোখে মুখে আনন্দের ঝলক। পরিবার যাকে হারিয়ে ফেলেছিল দুই যুগেরও বেশি আগে, আজ সেই হারিয়ে যাওয়া ছেলেই আবার ঘরের মাটি ছুঁয়ে ফিরিয়ে আনল বুকভরা ভালবাসা আর না বলা যন্ত্রণার উপশম। প্রতিবেশীরাও বলেন, “এ শুধু একটা ছেলের ফিরে আসা নয়, এ যেন ভাঙা হৃদয়ের জোড়া লাগা।” ২২ বছর পর ঘরে ফেরা এই দৃশ্য কেবল একজন পিতামাতার নয়, গোটা সমাজের কাছে এক মানবিক আশার বার্তা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: যুবকের হাতে লেখা LOVE, তাতেই বদলে গেল গোটা পরিবার! কাটোয়ায় যা ঘটল কল্পনাও করতে পারবেন না
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement