Murshidabad News: পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই প্রাণনাশের হুমকির চিঠি

Last Updated:

Murshidabad News: পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকির চিঠি। সাত সকালে হইচই কাণ্ড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণ নাশের হুমকির চিঠি
পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণ নাশের হুমকির চিঠি
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকির চিঠি। সাত সকালে হইচই কাণ্ড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুষ্কৃতীরা রেখে গেল খুনের হুমকির চিঠি ও কালো পলিথিনের ভিতরে কিছু দড়ি রেখে দিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে হুমকি চিঠি ও দড়ি। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিত্যা। ২৪ জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১৭ জনই তৃণমূলের সদস্য।
advertisement
advertisement
বর্তমানে আতিকুল পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই প্রাণনাশের চিঠি রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগ থানায় জমা দেবেন বলেই জানিয়েছেন প্রধান আতিকুল মালিথ্যা। চিঠিতে লেখা রয়েছে এক মাসের মধ্যেই প্রাণে মেরে ফেলা হবে সর্বাঙ্গপুরে ব্রিজের উপর। আর এই চিঠি পাওয়ার পরেই আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।
advertisement
আতিকুল মালিথ্যার অভিযোগ করেছেন, হঠাৎই সকালে বাড়ির সামনে একটি হুমকি চিঠি দেখতে পাওয়া যায়। আমাদের অনুগামীদের প্রথম চোখে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে কে বা কারা এই হুমকি চিঠি রেখে গিয়েছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই প্রাণনাশের হুমকির চিঠি
Next Article
advertisement
Messi in Kolkata: প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও
প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও
  • মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি

  • শহরে উপস্থিত শাহরুখ খানও

  • বিমানবন্দরে মেসিকে স্বাগত জানাতে উপচে পড়া জনতার ভিড়

VIEW MORE
advertisement
advertisement