Sports: পিছিয়ে পড়া মেয়েদের যোগ্য ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ তীর্থ স্যারের হাত ধরেই
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Sports: ক্রিকেটে বিশ্বজয় করে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন ভারতীয় মহিলারা।ধীরে ধীরে খেলাধূলায় ঝোঁক বাড়ছে মেয়েদের। এরই মধ্যে সমাজের পিছিয়ে পড়া প্রায় ৫০ জন কিশোরী ও যুবতীকে নিয়ে ফুটবল টিম গড়ে নজির গড়েছেন দুর্গাপুরের ফুটবলার কোচ তীর্থ চট্টোপাধ্যায়।
দুর্গাপুর, দীপিকা সরকার: ক্রিকেটে বিশ্বজয় করে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন ভারতীয় মহিলারা।ধীরে ধীরে খেলাধূলায় ঝোঁক বাড়ছে মেয়েদের। এরই মধ্যে সমাজের পিছিয়ে পড়া প্রায় ৫০ জন কিশোরী ও যুবতীকে নিয়ে ফুটবল টিম গড়ে নজির গড়েছেন দুর্গাপুরের ফুটবলার কোচ তীর্থ চট্টোপাধ্যায়। তীর্থবাবু দুর্গাপুর মহকুমায় খ্যাতনামা ফুটবলার ছিলেন একসময়। তাঁর বাড়ি অণ্ডাল থানার উখড়া গ্রামে। তিনি বর্তমানে ইসিএলের কয়লা খনিতে চাকরি করেন। কিন্তু ফুটবলের প্রতি আবেগ তাঁর পিছু ছাড়েনি। আর ওই আবেগ ও ভালবাসা থেকেই তিনি গ্রামের কিশোর থেকে যুবকদের নিয়ে ফুটবলের একটি টিম গড়েন।
তিনি বিনামূল্যে তাঁদের প্রশিক্ষণ-সহ খেলাধুলার নানান খরচ বহন করেন। পাশাপাশি কয়েক বছর আগে এলাকার আদিবাসী সম্প্রদায়ের কিশোরী ও যুবতীদের নিয়ে একটি ফুটবল টিম তিনি তৈরি করেন। ওই মেয়েরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে জেলা থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।কেবল তাই নয় বর্তমানে তাঁর দলের মেয়েরা আন্তর্জাতিক স্তরের ফুটবল প্রতিযোগিতাতেও অংশ গ্রহণ করেছে৷
advertisement
আরও পড়ুনঃ দশকের পর দশক উজ্জ্বল সিলভার স্ক্রিন আজ অন্ধকারে! ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
তীর্থবাবুর দাবি, ক্রিকেটের পাশাপাশি মহিলা ফুটবলারদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। ফুটবল খেলায় ঝোঁক বাড়ছে মহিলাদের। তীর্থবাবুর কাছে কোচিং নিতে বর্তমানে দুর্গাপুর মহকুমা সহ বাঁকুড়া জেলার বহু আদিবাসী যুবতীরা আসছেন উখড়া এলাকায়। ভিন জেলার যুবতীদের জন্য গড়ে তোলা হয়েছে ফুটবলার ক্যাম্প।ওই ক্যাম্প নির্মাণ করে দিয়েছেন এলাকার শুভাকাঙ্ক্ষী এক ব্যক্তি।ওই ব্যক্তির সহযোগীতায় উখড়া এলাকায় পুজারি ময়দানে” উখড়া পুজারী ফুটবল কোচিং ক্যাম্প” গড়ে তুলেছেন তীর্থবাবু। সেখানে প্রায় ৫০ জন মহিলা সহ প্রায় ২০০ জন ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছে। তীর্থবাবুর দাবি, দুঃস্থ ও পিছিয়ে পড়া ওই কিশোর – যুবতীদের আগ্রহ ও প্রচেষ্টায় ভালো ফুটবল টিম তৈরি করা সম্ভব হচ্ছে। তাঁদের খেলাধুলার জন্য যাবতীয় সরঞ্জাম ও প্রতিদিনের খরচ তীর্থবাবু নিজের পকেট থেকে ব্যয় করে চলেছেন।
advertisement
advertisement
পাশাপাশি এলাকার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ নানান দিক থেকে সহযোগিতা করেছেন। কলকাতা কন্যাশ্রী কাপ, দুর্গাপুর লীগ সহ আন্তর্জাতিক স্তরে স্কুল থেকে টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে বেশ কয়েকজন কিশোরী থেকে যুবতী। ইতিমধ্যেই চার বছরে আন্ডার ১৪, আন্ডার ১৭ ও আন্ডার ১৯ এর মহিলা টিম গড়ে উঠেছে। কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে। পাশাপাশি প্রায় সকলেই দুঃস্থ পরিবারের হওয়ায় পুষ্টিকর খাবারদাবারের অভাব রয়েছে ওই খেলোয়াড়দের। সরকারি ভাবে মেলেনি এখনও কোনও সহযোগিতা। এরই মধ্যে তীর্থবাবু আগামী মঙ্গলবার ও বুধবার উখড়া পুজারী ফুটবল কোচিং ক্যাম্পের রেসিডেন্সিয়াল একাডেমির জন্য মেয়েদের ফুটবল ট্রায়াল এর আয়োজন করেছেন।রাজ্য জুড়ে মহিলা ফুটবলাররা অংশ নিতে পারবেন এখানে। ওই ট্রায়ালে যেসব মেয়েরা নির্বাচিত হবে সকলের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি থাকা খাওয়ার সুবিধাও থাকবে।
advertisement
এইভাবেই তীর্থবাবু গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদেরও ফুটবলমুখী করে তুলছেন। তীর্থবাবু ওই মেয়েদের নিজের কন্যা স্নেহে অক্লান্ত পরিশ্রম করে,নিজ খরচায় প্রশিক্ষণ দিয়ে যোগ্য ফুটবলার গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
November 24, 2025 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sports: পিছিয়ে পড়া মেয়েদের যোগ্য ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ তীর্থ স্যারের হাত ধরেই
