Dharmendra Death: দশকের পর দশক উজ্জ্বল সিলভার স্ক্রিন আজ অন্ধকারে! ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Last Updated:

Dharmendra Death: ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিংবদন্তি অভিনেতার মৃত্যুকে “ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি” বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তাঁর হৃদয়স্পর্শী বার্তায়, রাষ্ট্রপতি কয়েক দশক ধরে তাঁর অসাধারণ কর্মজীবনের কথা স্মরণ করিয়েছেন।"

ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর!
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর!
মুম্বইঃ প্রয়াত ধর্মেন্দ্র! নব্বই ছোঁয়া আর হল না কিংবন্তি অভিনেতার। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির সবাই।
আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে ধরা পড়ল বড় ‘মিথ্যা’, বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল
ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিংবদন্তি অভিনেতার মৃত্যুকে “ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি” বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তাঁর হৃদয়স্পর্শী বার্তায়, রাষ্ট্রপতি কয়েক দশক ধরে তাঁর অসাধারণ কর্মজীবনের কথা স্মরণ করিয়েছেন।” তিনি লেখেন, “অসংখ্য অবিস্মরণীয় অভিনয় করেছেন ধর্মেন্দ্র এবং সেলুলয়েডে তাঁর বিশাল উপস্থিতি হিন্দি চলচ্চিত্রের বিবর্তনকে তাৎপর্যপূর্ণ রূপ দিয়েছেন।” তিনি দেওল পরিবার, তাঁদের সতীর্থ এবং লক্ষ লক্ষ ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন যারা এই আইকনিক সুপারস্টারের মৃত্যুতে শোকাহত।
advertisement
advertisement
advertisement
হিন্দি ছবির ‘হি-ম্যানে’র প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ এবং গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dharmendra Death: দশকের পর দশক উজ্জ্বল সিলভার স্ক্রিন আজ অন্ধকারে! ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement