এ যেন এক টুকরো পুরুলিয়া! ছবির মত সাজানো গ্রামে চোখ আটকাচ্ছে সবার! কিন্তু কোথায়?

Last Updated:

পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মত সুন্দর এই গ্রামের ছবি এখন অনেকের মনে ধরেছে। প্রথম দেখে আপনার মনে হবে, আপনি পুরুলিয়ার কোনও গ্রামের ছবি দেখছেন।

+
সাজিয়ে

সাজিয়ে তোলা হয়েছে হারামডি গ্রাম।

আসানসোল, পশ্চিম বর্ধমান: এ যেন জেলার বুকে লুকিয়ে রাখা এক টুকরো পুরুলিয়া। এখানে এলে আপনার এক লহমায় মনে হতে পারে আপনি লাল পাহাড়ের দেশে পৌঁছে গিয়েছেন। কিন্তু পশ্চিম বর্ধমান জেলাতেই রয়েছে এমন জায়গা। ছবির মতোই সাজানো গ্রামে এখন চোখ আটকাচ্ছে সবার। সোশ্যাল মিডিয়ায় পর্যটকরা খোঁজ করছেন এই জায়গাটির।
সালানপুর বিধানসভার অন্তর্গত হারমডি গ্রাম। মূলত আদিবাসী অধ্যুষিতই গ্রাম। এই গ্রামটিকে সাজিয়ে তোলা হয়েছে নানা রঙে। আদিবাসীদের প্রধান উৎসব বাঁধনা পরব উপলক্ষে গ্রামটিকে সাজিয়ে তোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো সুন্দর এই গ্রামের ছবি এখন অনেকের মনে ধরেছে। প্রথম দেখে আপনার মনে হবে, আপনি পুরুলিয়ার কোনও গ্রামের ছবি দেখছেন। কিন্তু এই গ্রাম রয়েছে পশ্চিম বর্ধমানে।
advertisement
গ্রামের বাসিন্দা হীরালাল সোরেন বলছেন, সদ্য তাদের মূল উৎসব বদনা পরব গিয়েছে। সেই উৎসব উপলক্ষে তারা গোটা গ্রামটিকে সাজিয়ে তুলেছেন। গ্রামটিকে সাজিয়ে তোলার মূল উদ্যোক্তা পরিবারের মহিলারা। আগে সাদামাটি দিয়ে গ্রামের ঘরবাড়ি সাজিয়ে তোলা হত। কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। ঘর সাজাতে ব্যবহার করা হচ্ছে নানা রঙ। তাতে আরও দৃশ্য নন্দন হয়ে উঠেছে গ্রামটি। প্রায় এক মাসের পরিশ্রমে গ্রামটিকে সাজিয়ে তুলেছেন পরিবারের মহিলারা। হীরালাল বাবু বলছেন, সংস্কৃতি তাঁদের পরিচয়। যদিও সেই সংস্কৃতিতে কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু তাঁরা সংস্কৃতি বজায় রাখতে নিয়মিত প্রচার চালান।
advertisement
advertisement
এখন অনেকেই সচেতন হয়েছেন। উৎসবের সময়ে তাঁরা সকলে মিলিত হয়ে ওঠেন। উৎসবের সমস্ত রীতিনীতি পালন করেন। সেই উৎসব উপলক্ষ্যে গ্রামটি সাজিয়ে তোলা হয়েছে। আর পশ্চিম বর্ধমানের বুকে লুকিয়ে রাখা এই আদিবাসী গ্রাম বিভিন্ন জায়গায় পরিচয় পাচ্ছে এক টুকরো পুরুলিয়া হিসেবে। পর্যটকদের মন ছটফট করছে এখানে যাওয়ার জন্য।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ যেন এক টুকরো পুরুলিয়া! ছবির মত সাজানো গ্রামে চোখ আটকাচ্ছে সবার! কিন্তু কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement