West Bardhaman News: জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা! এবার অ্যাকশনে ট্রাফিক বিভাগ, দুর্গাপুরে চিহ্নিত করা হল ৮টি 'ব্ল্যাক স্পট'

Last Updated:

West Bardhaman News: দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে রোজ ছোট, বড় নানা দুর্ঘটনা ঘটছে। এই আবহে কোমর বেঁধে নামল ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কের উপর দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করা হল। মোট ৮টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে।

বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়
বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ জাতীয় সড়কে নিত্যদিনই দুর্ঘটনা লেগে রয়েছে। প্রায় রোজ ছোট, বড় নানা দুর্ঘটনা ঘটছে। এই আবহে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফ থেকে ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ করা হল।
দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে রোজ ছোট, বড় নানা দুর্ঘটনা ঘটছে। এই আবহে কোমর বেঁধে নামল ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কের উপর দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করল ট্রাফিক পুলিশের আধিকারিক সহ ডিসিপি ট্রাফিক পি.ভি.জি সতীশ পশুমার্থী।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মোষ পাচারের চেষ্টা! লরিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল সব, নকশালবাড়িতে গ্রেফতার ৪
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফ থেকে মুচিপাড়া থেকে গোপালমাঠ পর্যন্ত জাতীয় সড়কে ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়। মোট ৮টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার ৮টি বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পি. ভি. জি. সতীশ পশুমার্থী, এসিপি রাজকুমার মালাকার, ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোম সহ কমিশনারেটের ট্রাফিক আধিকারিকেরা। ডিসিপি ট্রাফিক স্পষ্ট জানিয়ে দেন, দুর্ঘটনা রুখতে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ তৎপর। কোথাও ডিসপ্লে বোর্ড, কোথাও অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হচ্ছে। আরও বেশ কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা! এবার অ্যাকশনে ট্রাফিক বিভাগ, দুর্গাপুরে চিহ্নিত করা হল ৮টি 'ব্ল্যাক স্পট'
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement