Darjeeling News: রাতের অন্ধকারে মোষ পাচারের চেষ্টা! লরিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল সব, নকশালবাড়িতে গ্রেফতার ৪

Last Updated:

Darjeeling News: নাকা চেকিংয়ের সময় লরির ভিতর তল্লাশি চালালে উদ্ধার হয় ২৫টি মোষ। ওই মোষগুলির বৈধ নথি দেখাতে না পারায় মহিষ পাচারের অভিযোগে চালক ও সহচালক সহ মোট ৪ জনকে আটক করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

মোষ পাচারের চেষ্টা রুখে দিল এস‌এসবি | প্রতীকী ছবি
মোষ পাচারের চেষ্টা রুখে দিল এস‌এসবি | প্রতীকী ছবি
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ মালবাহী লরির ভিতর মোষ! পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ৪ জন। ভোররাতে ভিনরাজ্যে মোষ পাচারের ছক বানচাল হয়ে গেল। রাতের অন্ধকারে মোষ পাচার রুখে দিল এস‌এসবি। নকশালবাড়িতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়েতে নাকা চেকিং করে এসএসবির ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় বিহারের দিক থেকে আসা একটি মালবাহী লরিকে আটক করা হয়। সেই লরিতে তল্লাশি চালালে উদ্ধার হয় ২৫টি মোষ।
আরও পড়ুনঃ ট্রেলারকে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল বাস! বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা, আহত একাধিক বাসযাত্রী
জানা যাচ্ছে, উদ্ধার হওয়া ওই মোষগুলির বৈধ নথি দেখাতে না পারায় মোষ পাচারের অভিযোগে চালক ও সহচালক সহ মোট ৪ জনকে আটক করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। তাঁদের অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত ৪ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
advertisement
advertisement
ধৃতরা হলেন মহম্মদ আতিক, মহম্মদ গুড্ডু, মহম্মদ ইয়াকুব ও মহম্মদ সুবান। এর মধ্যে প্রথম দু’জন বিহারের এবং বাকি দু’জন খড়িবাড়ির বাসিন্দা। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: রাতের অন্ধকারে মোষ পাচারের চেষ্টা! লরিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল সব, নকশালবাড়িতে গ্রেফতার ৪
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement