Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়

Last Updated:

Weather Update West Bengal: বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়
কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ অবশ্য কমবে বৃষ্টির পরিমাণ। পুজোর আগেই বিদায় নেবে বর্ষা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
সিস্টেম
এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। বর্ষা বিদায় রেখা রক্সৌল, ডালটনগঞ্জ এবং বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং কর্ণাটকের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২৪ ঘণ্টায়। আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র থেকে আর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পুরোপুরি বর্ষা বিদায় নেবে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে
আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিনে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে।
advertisement
দক্ষিণবঙ্গে
আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আরও ২৪ ঘণ্টা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস। মহালয়ার দিন শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দখিনা বাতাসের জায়গায় পূবের বাতাস ও উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে।
advertisement
কলকাতায়
মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আগামী ২৪ ঘণ্টা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তা কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
ভিন রাজ্যে
আগামী ২৪ ঘণ্টায় কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং কেরল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement