মুখ্যমন্ত্রীর ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে টুইটের পাল্টা দিলেন সুকান্ত, 'কৃত্রিম শত্রুতা তৈরি করছেন মমতা'
- Published by:Ratnadeep Ray
- Reported by:Susmita Mondal
Last Updated:
ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ষড়যন্ত্রে'র দাবি উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, "ডিভিসির জল ছাড়ার কমিটিতে রাজ্যের ইঞ্জিনিয়ার থাকেন, তৃণমূলের আমলে নদী সংস্কার হয়নি, তাই সমস্যা হচ্ছে"।
কলকাতা: ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ষড়যন্ত্রে’র দাবি উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ডিভিসির জল ছাড়ার কমিটিতে রাজ্যের ইঞ্জিনিয়ার থাকেন, তৃণমূলের আমলে নদী সংস্কার হয়নি, তাই সমস্যা হচ্ছে”।
সুকান্ত এদিন মুখ্যমন্ত্রীর ডিভিসি মন্তব্যের পাল্টা দিয়ে জানান, মমতা ‘কৃত্রিম শত্রুতা’ তৈরি করছেন এবং তৃণমূলের বিজয়া সম্মিলনী নিয়ে খোঁচা দিয়ে জানান, তাদের তো ‘ইদ সম্মিলনী’ করার কথা। প্রসঙ্গত, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে ডিভিসির জল ছাড়া নিয়ে একরাশ খুব উগরে দিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনও সমস্যায় হয় বাম আমলের কথা টেনে সিপিআইএমকে দোষী সাব্যস্ত করেন অথবা রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেন।
advertisement
advertisement
সুকান্ত মজুমদারের এ বিষয়ে আরও সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো খো খো খেলা শিখেছেন। কখন কোথায় কিভাবে খো কো খেলার চাল দিতে হয় সে বিষয়ে উনি পারদর্শী তাই আগামী দিনে উনি রাজ্যের খো খো খেলার ট্রেনার নিযুক্ত হতে পারেন”।
advertisement
শুক্রবার সল্টলেকে বিজেপি দফতরে যে বৈঠক ছিল সে বিষয়ে সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন নির্বাচনে এগিয়ে আসছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে রাজ্যে প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপেন্দ্র যাদবকে নির্বাচিত করা হয়েছে এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে বিপ্লব দেবকে। তাই অবশ্যই তারা দুর্গাপুজো মিটতেই পুরোপুরি ভোট ময়দানেই লড়াইয়ে নামতে চাইছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 11:51 PM IST