রান্নার গ্যাসের দাম হবে ৫০০! বয়স্কদের জন্যেও আলাদা টাকা...বিহারে বিরাট প্রতিশ্রুতি লালুপুত্র তেজস্বীর
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীর প্রধান মুখ তেজস্বী যাদব বলেন, "একজন বিহারি হিসাবে, আমার খুবই দুঃখ লাগে যে আমার রাজ্য কতটা গরিব। গোটা রাজ্যজুড়ে বেকারত্ব, দুর্নীতি আর গুন্ডারাজ।" বক্তিয়ারপুরে ভাষণ দিতে গিয়ে এমনই দাবি জানান তিনি।
পাটনা: বিহারের নির্বাচন দোরগোড়ায় এর মধ্যেই বিহারে নির্বাচনী প্রচারে শুক্রবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার, ভারতরত্ন প্রয়াত কারপুরি ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
দুপুর ১২টা ১৫-তে সমস্তিপুর এবং বেগুসরাইতে দুপুর ২টো থেকে জন সমাবেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিন্তু, এর মাঝেই রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে তাঁকেই প্রধান মুখ বলে ঘোষণা করল ‘ইন্ডিয়া ব্লক’। পাটনায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ব অশোক গেহলত এই ঘোষণা করেন।
advertisement
ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীর প্রধান মুখ তেজস্বী যাদব বলেন, “একজন বিহারি হিসাবে, আমার খুবই দুঃখ লাগে যে আমার রাজ্য কতটা গরিব। গোটা রাজ্যজুড়ে বেকারত্ব, দুর্নীতি আর গুন্ডারাজ।” বক্তিয়ারপুরে ভাষণ দিতে গিয়ে এমনই দাবি জানান তিনি।
advertisement
একইসঙ্গে তিনি বলেন, “এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকায় কমিয়ে আনব। আমরা বৃদ্ধদের পেনশন ১৫০০ টাকায় ফিরিয়ে আনব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 1:35 PM IST

