Kolkata Metro Rail: মেট্রো রেলে নতুন টিকিট, পুজোর পরেই চালু হবে সাধারণ যাত্রীদের জন্য, বুধবার হল পরীক্ষামূলক ব্যবহার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
পুজোর পরেই নয়া এই টিকিটের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে যাত্রা আরও সহজে করতে পারবেন যাত্রীরা ৷
ওঙ্কার সরকার, কলকাতা: এবার টোকেনের পাশাপশি কাগজের টিকিট মেট্রো রেলে! কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যাত্রীরা সফর করতে পারবেন ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে। নতুন প্রযুক্তির এই টিকিটের পরীক্ষামূলক সূচনা হল বুধবার। পুজোর পরেই নয়া এই টিকিটের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে যাত্রা আরও সহজে করতে পারবেন যাত্রীরা ৷
১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম শহরে এসপ্ল্যানেড থেকে অধুনা ভবানীপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে ঐতিহাসিক যাত্রা শুরু করে ছিল কলকাতা মেট্রো রেল। এবার সেই অক্টোবর মাসেই নতুন ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের। টোকেনের পাশাপশি এবার চালু হতে চলেছে কাগজে প্রিন্টেড কিউআর কোড টিকিট। যাত্রীদের সুবিধার্থে টিকিট স্ক্যান করে যাত্রীরা যাত্রা করতে পারবেন নিজেদের গন্তব্যে। বুধবার মেট্রো রেলের ভারপ্রাপ্ত প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘নতুন ভাবনা আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। পুজোর পরেই নতুন এই টিকিট ব্যবস্থা চালু করে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য। আজ তার পরীক্ষা মূলক ব্যবহার শুরু করলাম আমরা। টোকন বা কয়েনের পাশাপাশি এই টিকিট একই মূল্যে মিলবে টিকিট কাউন্টার থেকে।’’
advertisement
advertisement

দিল্লি মেট্রো রেলে এই কিউ আর কোড টিকিট আগেই চালু হয়েছে। এবার সেই টিকিট ব্যাবস্থা কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে পুরোপুরি চালু হলে তা নিশ্চিত ভাবে যুগান্তকারী হবে বলেই বিশ্বাস সাধারণ মেট্রো রেল যাত্রীদের। এই বিষয়ে মেট্রো রেলের যাত্রী শ্রীপর্ণা বন্দোপাধ্যায় জানান, ‘‘খুব ভাল বিষয়। নতুন প্রযুক্তিকে সবসময় স্বাগত জানাই। তবে আগামী দিনে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যাত্রা করতে পারলে আরও সমস্যা নিবারণ হবে। কারণ মোবাইল এর মাধ্যমে রিচার্জ করে সফর করতে পারলে আমাদের মত সাধারণ যাত্রীদের সময় বাঁচবে অনেকটাই। কার্ড রিচার্জ বা টিকিটের জন্য লম্বা লাইনের আর প্রয়োজন পড়বে না।’’ একই রকম ভাবে নতুন এই টিকিট প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রীরাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 6:51 AM IST