Weather Alert: তাপপ্রবাহ জারি নদিয়াতেও, হিটস্ট্রোক এড়াতে চিকিৎসকদের পরামর্শ

Last Updated:

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।তাতে আরও নাজেহাল হতে পারে নদিয়াবাসী৷

#নদিয়া: সূর্যের প্রখর দাবদাহে কাঁপছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। বৃষ্টির দেখা নেই অনেকদিন ধরেই। গোটা চৈত্র মাস এবং বৈশাখ মাসের এত দিনে একবারও কালবৈশাখীর দেখা সেভাবে মেলেনি। আবহাওয়া দফতর জানিয়েছে এই অস্বস্তিকর গরম রাজ্যবাসীকে সহ্য করতে হবে আরও বেশ কয়েকটা দিন। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা এর আগে দেখা গিয়েছে ২০১৬ সালে। প্রতিবছর এপ্রিল মাসেই তাপমাত্রা বাড়ে অনেকটাই, তবে এবারের গরমটা অনেকটাই বেশি। কোনও কোনও জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেছে৷
এই অস্বস্তিকর গরমে থেকে আপাতত রেহাই নেই বেশ কিছু জেলার। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার নদিয়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা  ২৭ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরম ও অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল  খেটে খাওয়া মানুষের। বিশেষ করে দিনমজুর ,নিত্যযাত্রী ও কৃষকদের।
advertisement
advertisement
এই সময় চিকিৎসকরা বলছেন গরম থেকে রেহাই পেতে বিশেষ কোন কাজ না থাকলে দুপুরবেলাটা বাইরে না বেরোতে। বাইরে বেরোলে সুতির হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে। ছাতা বা টুপি ব্যবহার করতে বলা হয়েছে৷ জল তেষ্টা না পেলেও ঘন ঘন জল পান করতে পাশাপাশি বরফ শীতল যেকোনো ধরনের ঠান্ডা পানীয় এড়িয়ে যেতে। বিভিন্ন ফলের রস ও নুন চিনির জল পানের পরামর্শ দিয়েছেন।
advertisement
আবহাওয়াবিদরা জানান, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।তাতে আরও নাজেহাল হতে পারে নদিয়াবাসী৷
 Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Alert: তাপপ্রবাহ জারি নদিয়াতেও, হিটস্ট্রোক এড়াতে চিকিৎসকদের পরামর্শ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement