WB Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী ছাড়া পুনঃনির্বাচন না! অশান্তি এড়াতে যা করল গ্রামবাসীরা...
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
সোমবার কড়িধ্যা ১ ব্লকের বড়মহুলা গ্রামের ৫৩ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার বিকেলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি নিয়ে সরব হলেন এলাকার বাসিন্দারা।
বীরভূম: আজ কড়িধ্যা ১ ব্লকের বড়মহুলা গ্রামের ৫৩ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তার আগে রবিবার বিকেলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি নিয়ে শরব হলেন এলাকার বাসিন্দারা।
advertisement
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ বন্ধ হয়ে যায়। জানা যায়, ভোটের দিন ওই বড়মহুলার ওই বুথে ব্যালট বাক্স বাইরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। সেই কারণেই সেখানে পুনরায় ভোট গ্রহণ করানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
আর সেই ভোটেই এলাকাবাসী কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি নিয়ে শরব হন। এদিন বিকেলে ওই বুথের সামনে পুলিশ মোতায়েন করা হলে এলাকাবাসী শরব হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের কথায়, “যদি কেন্দ্র বাহিনী দিয়ে যদি ভোট না হয়, তাহলে ভোট দেওয়া হবে না। আগেরদিন কেন্দ্র বাহিনী না থাকায় ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার যাতে পুনরাবৃত্তি না হয় তাই কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাতে হবে।”
advertisement
Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী ছাড়া পুনঃনির্বাচন না! অশান্তি এড়াতে যা করল গ্রামবাসীরা...