Howrah News: বৃষ্টি না হলেও জল-যন্ত্রনায় ভুগছে হাওড়াবাসী! পুরসভা ও KMDA-র সমন্বয়ের অভাব?

Last Updated:

Howrah News: হাওড়া পুরসভা ও KMDA র সমন্বয়ের অভাবে জমা জলযন্ত্রনায় ভুগছে হাওড়াবাসী।

#হাওড়া: দু'মাস ধরে জলমগ্ন হাওড়া শহর, ক্ষোভ বাড়ছে সাধারণের | রাজনৈতিক মহলের দাবি জমা জলের সমস্যা না মেটাতে পাড়াতেই পুর প্রশাসক মণ্ডলী থেকে সরতে হয়েছে জেলার একাধিক তাবড় তৃণমূল নেতাদের | সেই জমা জলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলছে হুঁশ নেই প্রশাসনের। কিছু কিছু জায়গায় জমা জলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে | কোথাও জলের রং কালো কুচকুঁচে কোথায় পচা গন্ধ | একমাস হল নতুন প্রশাসক মণ্ডলী  তৈরী করা হয়েছে হাওড়া পুরসভায় |
নতুন পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের গলায় অন্য সুর | তাঁর দাবি হাওড়া পুরসভা এলাকার জমা জল নিকাশির বেহাল অবস্থার জন্য দায়ী পুরসভা ও KMDA এর সমন্বয়ের অভাব | প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর দাবি, হাওড়া পুরো এলাকায় এগারোটি পাম্পিং স্টেশন থাকলেও তার অর্ধেক ঠিক মতো কাজই করেনা | এই পাম্পিং স্টেশনগুলির রক্ষনাবেক্ষনের কাজ করে KMDA | এই KMDA ঠিক মতো কাজ করেনি তার জেরেই এই সমস্যা |
advertisement
advertisement
অন্য দিকে যেই সব খাল দিয়ে শহরের জল  নিকাশি করা হয়, সেই খাল গুলিতেও মোটা পলি পড়ে রয়েছে, দীর্ঘদিন তা পরিষ্কার না করায় এই খাল গুলির জল ধারণ ক্ষমতা কমে গেছে | ফলে ভুগতে হচ্ছে শহরবাসীকে | তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে | আর ভারী বৃষ্টি না হলেই কয়েকদিনের মধ্যেই জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবেন হাওড়াবাসী | KMDA-র আধিকারিকদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে, দ্রুত সার্ভে রিপোর্ট জমা করতে বলা হয়েছে | বিরোধীদের দাবি, এতদিন পরে বলা হচ্ছে পাম্পিং স্টেশন গুলি কাজ করছে না সঠিক ভাবে, তাহলে এতদিন কেন মেয়র বা বিগত প্রশাসক বলে গেলেন সব পাম্পিং স্টেশন ঠিক আছে! তাহলেই বোঝা যাচ্ছে,  সর্ষের মধ্যেই ভুত রয়েছে | KMDA র সাথে যোগাযোগ করলে বলা হয়, এই বিষয় তারা কিছু বলবেন না, যা বলার পুরসভাকে জানানো হবে | KMDA আর হাওড়া পুরসভার সমন্বয়ের অভাবে আর কতদিন ভুগতে হবে হওরাহবাসীকে তার সদুত্তর এখনও অধরা |
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বৃষ্টি না হলেও জল-যন্ত্রনায় ভুগছে হাওড়াবাসী! পুরসভা ও KMDA-র সমন্বয়ের অভাব?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement