উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, নদী ও সমুদ্রে বাড়তে পারে জলস্ফীতি! জারি হল সতর্কতা!

Last Updated:

নদী ও সমুদ্রে জলস্ফীতির সতর্কতা জারি করা হল। যার ফলে আসছে বড় বড় ঢেউ। ইতিমধ্যে নদীগুলির জল বাঁধের কানায় ভরে উঠেছে, সমুদ্রেও আসছে ঢেউ।

+
বড়

বড় ঢেউ

কাকদ্বীপ, নবাব মল্লিক: নদী ও সমুদ্রে জলস্ফীতির সতর্কতা জারি করা হল। যার ফলে আসছে বড় বড় ঢেউ। ইতিমধ্যে নদীগুলির জল বাঁধের কানায় ভরে উঠেছে, সমুদ্রেও আসছে ঢেউ। জানা গিয়েছে  মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে।
ইতিমধ্যে, বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে নদীতে জল এতটা বেড়েছে, যে ট্রলারের কাছে যেতে জল পার করে যেতে হচ্ছে অনেক জায়গায়। নদীতে জলস্ফীতি থাকার কারণে বাঁধে জল ভরে গিয়েছে।
advertisement
advertisement
এদিকে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। সঙ্গে বজ্রপাত হবে।বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনায়। এখন থেকেই যার প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জল বাড়ছে। বড় বড় ঢেউ আসছে। ফলে সকলকেই সতর্ক থাকতে হবে। মৎস্যজীবীদের এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে।
advertisement
বাইরে থেকে আসা পর্যটকরা এই মুহূর্তে বড় ঢেউ দেখলেও সমুদ্রে না নামতে পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলে বৃষ্টিও বাড়বে । সেই সঙ্গে বজ্রপাত হবে। এই বজ্রপাত থেকেও সকলকে সতর্ক থাকতে হবে। এই কয়েকটা দিন সাবধান থাকলেই জীবন বাঁচানো যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে‌।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, নদী ও সমুদ্রে বাড়তে পারে জলস্ফীতি! জারি হল সতর্কতা!
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement