Jaggery Side Effects: শীতে দেদার গুড় খাওয়া...কিন্তু গুড় সবার জন্য নয়,জেনে নিন কাদের গুড় খাওয়া মোটেই চলবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শীত মানেই তো পাটালি গুড়, নলেন গুড়ের মন আনচান করা গন্ধ। কিন্তু রোজ গুড় খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?
advertisement
রক্তে শর্করার মাত্রা বাড়ায়: অনেকেই খাবারের পর গুড় খান! ভাবেন, চিনি তো নেই, তাই নিরাপদ! কিন্তু এখানেই বড় ভুলটা করেন। ১০০ গ্রাম গুড়ে প্রায় ৩৮৩ ক্যালরি থাকে। তাই প্রতিদিন এটি খেলে রক্তে শর্করার মাত্রা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। চিকিৎসক ডাঃ পাল মানিকাম জানান, সাদা চিনি আর গুড়, তা সে যতই ভাল হোক না কেন, দুটোই শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। কাজেই চিনির মতোই গুড়ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
