West Bengal News: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ বিশ্বভারতীর অধ্যাপক, জেলে পাঠাল আদালত!

Last Updated:

West Bengal News: জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক৷ শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে।

বিশ্বভারতীতে বিতর্ক
বিশ্বভারতীতে বিতর্ক
#বোলপুর: বিশ্বভারতীর অধ্যাপকের ১৪ দিনের জেল হেফাজত (West Bengal News)। জেল হেফাজত সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুর। বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ-কে জাতপাত তুলে অপমান করার অভিযোগে রবিবার তাঁকে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করে। আজ বীরভূমে সিউড়ি ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। SCST ACTROCITIES ACT-এ মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক৷ শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের অধ্যাপক সুমিত বসু৷ তাঁর বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ৷ অভিযোগ, ১৭ সেপ্টেম্বর ২০২১ সালে উপাচার্য বিরোধী আন্দোলন চলছিল৷ সেই সময় বিশ্বভারতীর ছাত্রকে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্য মূলক ব্যঙ্গ করেন সঙ্গীত-ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক সুমিত বসু৷
advertisement
advertisement
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই শান্তিনিকেতন থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি জেলা আদালতে অধ্যাপক সুমিত বসু জামিনের জন্য আবেদন করেন৷ কিন্তু অধ্যাপকের জামিন খারিজ করে দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত৷ এরপর আবার ওই অধ্যাপক জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্টও তাঁর মামলা গ্রহণ করেনি৷
advertisement
অবশেষে রবিবার বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের অধ্যাপক সুমিত বসুকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। শান্তিনিকেতন থানার পুলিশ বিশেষ টিম গঠন করে কলকাতা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ সোমবার তাকে সিউড়ি জেলা আদালতে পেশ করা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। তবে হঠাৎ করে ওই অধ্যাপকের গ্রেফতার হওয়া নিয়ে অভিযোগকারী ছাত্র নানান সংশয় প্রকাশ করেছেন। সংশয় প্রকাশ করলেও তার আইনের উপর ভরসা আছে বলে জানিয়েছেন।
advertisement
এই বিষয়ে অভিযোগকারী পড়ুয়া সোমনাথ সৌ জানিয়েছেন, "অভিযোগ দায়ের করার পর অধ্যাপক সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হলে জামিন মঞ্জুর হয়নি এবং তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। দীর্ঘদিন ধরে শান্তিনিকেতন এলাকায় তাকে অবাধে ঘুরে বেড়াতে লক্ষ্য করা গিয়েছে। সোমবার এই মামলার পুনরায় শুনানির রয়েছে সিউড়ি জেলা আদালতে। এমন পরিস্থিতিতে হঠাৎ তার গ্রেফতার হওয়া নিয়ে বহু প্রশ্ন উঠছে। যদিও আইনের ওপর যথেষ্ট বিশ্বাস এবং ভরসা রয়েছে আমার।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ বিশ্বভারতীর অধ্যাপক, জেলে পাঠাল আদালত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement