অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে লাগাতার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। ওপরের দিকের এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। প্রতীকী ছবি।
উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্য ছাড়া বাকি ভারতবর্ষের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সর্তকতা। তাপপ্রবাহ চলবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশে। তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ঝাড়খন্ড ও গুজরাতে। আগামী চার পাঁচ দিন তাপপ্রবাহ চলবে ঝাড়খণ্ডেও। প্রতীকী ছবি।