Vishwakarma Puja: ঘুড়ির উৎসবে ঘটতে পারে সাংঘাতিক দুর্ঘটনা! হাওড়ায় বিশ্বকর্মা পুজোয় রেলের বিশেষ সতর্কতা

Last Updated:

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির উৎসবে সতর্কতা রেলের! অসতর্ক ভাবে ঘুড়ি ওড়ানোর কারণেই ঘটতে পারে মারাত্মক ঘটনা, তাতেই সতর্কতা বিজ্ঞপ্তি রেলের। খুব সাধারণ ভাবে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।

ঘুড়ির উৎসবে ঘটতে পারে দুর্ঘটনা সতর্কতা রেলের
ঘুড়ির উৎসবে ঘটতে পারে দুর্ঘটনা সতর্কতা রেলের
হাওড়া, রাকেশ মাইতি: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির উৎসবে সতর্কতা রেলের! অসতর্ক ভাবে ঘুড়ি ওড়ানোর কারণেই ঘটতে পারে মারাত্মক ঘটনা, তাতেই সতর্কতা বিজ্ঞপ্তি রেলের। খুব সাধারণ ভাবে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। ঘুড়ি ও নাইলন সুতো মারাত্মক ঘটনা ঘটিয়ে দিতে পারে এক মুহূর্তে। তাতেই সতর্কতা রেলের। মূলত রেলওয়ে ওভারহেড লাইনের কাছে বা হাই টেনশন ওভারহেড ইলেকট্রিক ইকুইপমেন্টের (ওএইচই) কাছে ঘুড়ি ওড়ানো দুর্ঘটনার আশঙ্কা। রেলওয়ের ২৫ কেভি বিদ্যুতায়িত ও এইচই-র আশপাশে ঘুড়ি ওড়ানোর ঘটনা গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
এই ধরনের কার্যকলাপ সমস্ত তৈরি করতে পারে ও এইচই-র ট্রিপিংয়ের ফলে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে এবং তার ফলে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে যাত্রী হয়রানি হয়। তারের দুর্ঘটনাজনিত যোগাযোগের কারণে মারাত্মক বৈদ্যুতিক আঘাতের ঝুঁকি-সহ গুরুতর নিরাপত্তাজনিত বিপত্তি। উচ্চ ওভারহেডের সঙ্গে আটকে থাকা ঘুড়ির সুতো শুধুমাত্র ঘুড়ি উড়ানোর জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে না কিন্তু একইসঙ্গে যারা দুর্ঘটনাক্রমে বিশেষ করে আর্দ্র আবহাওয়ায় এই ধরনের সুতো স্পর্শ করতে পারে তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫০০ টাকা ব্যাঙ্কে রেখে মাত্র ৪ মাসে ৫ কোটির মালিক…! কচুরী বিক্রেতা আকাশ কী এমন করলেন? ‘ট্রিক’ জেনে হতবাক পুলিশও
ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে রেললাইন থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে ঘুড়ি ওড়ানোর নির্দেশিকা, যাতে ভুলবশত কেউ রেলওয়ে ওভারহেড লাইন সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানো থেকে বিরত রাখতে রেলের বিজ্ঞপ্তি। রেলওয়ে ওভারহেড লাইনের কাছে ঘুড়ি ওড়ানো বন্ধ করতে পূর্ব রেলওয়ে সকল শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতার আশা করে, যা শুধুমাত্র ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্ন চলাচলকে সহজ করবে না, একইসঙ্গে মানুষের জীবনও রক্ষা করবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vishwakarma Puja: ঘুড়ির উৎসবে ঘটতে পারে সাংঘাতিক দুর্ঘটনা! হাওড়ায় বিশ্বকর্মা পুজোয় রেলের বিশেষ সতর্কতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement