Viral video: অটোর ডানদিকে বসে ছিলেন শিক্ষিকা, বাঁক নিতেই... ভাইরাল দুর্ঘটনার মুহূর্তের দৃশ্য
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
দুর্ঘটনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অশোকনগর জুড়ে অটো ও দ্রুত গতির যান চলাচল নিয়ে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা
উত্তর ২৪ পরগনা: এই ভাইরাল ভিডিওটি দেখলে আপনার হাড় হিম হয়ে যাবে। অটোর বেপরোয়া গতি ও চালকের গাজোয়ারি মনোভাবের বলি হলেন এক স্কুল শিক্ষিকা। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দুর্ঘটনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অশোকনগর জুড়ে অটো ও দ্রুত গতির যান চলাচল নিয়ে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন অশোকনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে অটোয় উঠেছিলেন বছর ৫১-এর শিক্ষিকা কাকলি সাহা দেবনাথ। অটোয় চালক সহ চার জন যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও বাড়তি লাভের আশায় নিয়ম ভাঙাটাই যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অশোকনগরে অটোয় ৬ জন যাত্রী নিয়ে পরিবহণ করাটাই পরিচিত দৃশ্য। এদিনও তেমনই ঘটে। বাধ্য হয়েওই শিক্ষিকা অটোর ডানদিকের সামনের আসনে বসেন। এরপরই দ্রুত গতিতে গন্তব্যের দিকে রওনা দেয় অটো’টা।
advertisement
advertisement
অটোটা শেরপুর মোড়ে পৌঁছতেই ঘটে চরম বিপত্তি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুরন্ত গতিতে আসা ওই অটো ধাক্কা মারে একটি ১০৭ গাড়িতে। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন শিক্ষিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের দিদিমণি কাকলিদেবীর।
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয়রা ছুটে এসে ওই শিক্ষিকাকে উদ্ধার করে দ্রুত অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই শিক্ষিকার বাড়ি অশোকনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বান্ধব সমিতি এলাকায়। এই ঘটনায় অটোচালক সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত শিক্ষিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন। মায়ের এই অকস্মাৎ মৃত্যুতে একেবারে একা হয়ে গেল মেয়েটি। এখন মেয়েটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রতিবেশীরা। তবে গত কয়েক বছরে অশোকনগরে বেপরোয়া গতির বলি হয়েছেন বেশ কয়েকজন। প্রশাসনের তরফ থেকে কয়েক দিনের লোক দেখানো নজরদারি চললেও, আবারও ফের বেপরোয়া যান চলাচলের ছবি নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। এখন প্রশ্ন কবে টনক নড়বে প্রশাসনের!
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral video: অটোর ডানদিকে বসে ছিলেন শিক্ষিকা, বাঁক নিতেই... ভাইরাল দুর্ঘটনার মুহূর্তের দৃশ্য