Viral News: ওঠার নামই নেই! রোদচশমায় চোখ ঢেকে দেওরের দোকানের সামনে খোলা রাস্তায় লাগাতার ধরনা বৌদির! মাথা ঘুরে যাবে আসল কারণ জানলে
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral News: বৌদির এমনই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে করিমপুর থানার মহিষবাথান এলাকায় দোকান বাজারের লোকজন
মৈনাক দেবনাথ, করিমপুর: দাদা বৌদির টাকা আত্মসাৎ করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় বৌদি পিয়ালি চক্রবর্তী নিজেই অভিযুক্ত দেওর অভিজিৎ চক্রবর্তীর ওষুধের দোকানের সামনে পাঁচ দিন ধরে ধর্না দিয়ে শুয়ে-বসে আছে পাওনা টাকা আদায়ের দাবিতে। বৌদির এমনই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে করিমপুর থানার মহিষবাথান এলাকায় দোকান বাজারের লোকজন।
পিয়ালি চক্রবর্তী তাঁর দেওর অভিজিৎ চক্রবর্তীর নামে অভিযোগ করেছেন করিমপুর থানায় ও বাজার কমিটিতে। ঘটনা প্রকাশ্যে আসতেই করিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করছে। পিয়ালি চক্রবর্তীর অভিযোগ, যে তার দেওর অভিজিৎ চক্রবর্তী তাঁদের কাছ থেকে ১৪ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন ধার হিসেবে। পরবর্তীকালে এই টাকা ফেরত চাইলে বায়না শুরু করেন বলে অভিযোগ। অভিযোগ, ‘আজ দেব’, ‘কাল দেব’ করেও টাকা ফেরত দেওয়ার লক্ষণ দেখা যায়নি তাঁর মধ্যে। অবশেষে ওই মহিলার মনে হতে থাকে তিনি বোধহয় আর টাকা পাবেন না। তাই তিনি তাঁর দেওরের ওষুধের দোকানের সামনে মহিষবাথান বাজারে বিছানা বালিশ ও প্ল্যাকার্ড হাতে তিনি বারবার বলছেন ‘‘আমার পাওনা টাকা আমায় ফিরিয়ে দাও, আমার পাওনা টাকা আমি ফিরে পেতে চাই।’’
advertisement

advertisement
আরও পড়ুন : আটা মাখার সময় এটা দিন জাস্ট ১ চামচ! অনেক দিন ফ্রিজে রাখলেও রুটি হবে নরম তুলতুলে!
স্বাভাবিকভাবেই এই ঘটনা সোশ্যাল মাধ্যমে ছড়াতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। আশেপাশে স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন ধরনায় বসা ওই মহিলাকে দেখার জন্য। চোখে কালো চশমা পরিহিতা, ওই মহিলাকে দোকানের সামনে শুয়ে থাকতে দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যক্ষভাবে এবং সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2024 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: ওঠার নামই নেই! রোদচশমায় চোখ ঢেকে দেওরের দোকানের সামনে খোলা রাস্তায় লাগাতার ধরনা বৌদির! মাথা ঘুরে যাবে আসল কারণ জানলে










