Viral News: পরনে শাড়ি-মাথায় ঘোমটা, দলে-দলে ছেলেরা এই সাজে যাচ্ছেন কোথায়! এ জিনিস দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ

Last Updated:

Viral News: শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজন করা হয় প্রতিবছর ব্রহ্মার পুজোর। সেই ব্রহ্মার বিয়ের জল সইতে যান পুরুষরা, মহিলাদের বেশে।

+
ছেলেরা

ছেলেরা পড়েছেন শাড়ি

নদিয়া: ছেলেরা পরছেন শাড়ি, মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছেন জলসইতে। এই রীতি নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখা গেলেও আরও এক পুজোয় দেখতে পাওয়া যায় যা অনেকেই জানেন না। শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজন করা হয় প্রতিবছর ব্রহ্মার পুজোর। সেই ব্রহ্মার বিয়ের জল সইতে যান পুরুষরা, মহিলাদের বেশে। বহু কাল ধরেই এই নিয়ম চলে আসছে, এটিই এই পুজোর মূল রীতি। গোটা নগরবাসী এই দৃশ্য দেখতে যথেষ্ট উপভোগ করেন।
নদিয়ার বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় আয়োজন করা হল ব্রহ্মা পুজোর। বহু প্রাচীন এই পুজোর অন্যতম প্রধান রীতি পুরুষেরা মহিলা সেজে নগরবাসীকে আমন্ত্রণ জানাতে বের হন শোভাযাত্রা সহকারে। থাকে সম্প্রতি সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলীর ব্যঙ্গাত্মক প্রতিবাদও। বহু প্রাচীন গরুর গাড়িতে ময়ূরপঙ্খী, শান্তিপুরের সম্পূর্ণ নিজস্ব ঘরানায় গান আজও বহু প্রাচীন এক সংস্কৃতির বাহক যেগুলি তুলে ধরা হয় এই পুজোর মাধ্যমে। আগে এই পুজো উপলক্ষে আয়োজন করা হত যাত্রা, পুতুল নাচ।
advertisement
আরও পড়ুনঃ এই পাঁচটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ! সাধারণ একটিও উপসর্গ শরীরে থাকলে সাবধান…! শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী রোগ
তবে আজও পুরনো বিভিন্ন সংস্কৃতির উপস্থাপনা তুলে ধরা হয় এই পূজোর মাধ্যমেই। পুজোর আয়োজন করে থাকেন পুরুষেরা মন্দির প্রাঙ্গণে কোন মহিলা ওঠেন না তাই আমন্ত্রণ জানাতেও পুরুষরা মহিলা সেজে যান ব্রহ্মার বিয়ের জলসইতে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: পরনে শাড়ি-মাথায় ঘোমটা, দলে-দলে ছেলেরা এই সাজে যাচ্ছেন কোথায়! এ জিনিস দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement