#ভাঙড়: সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হিংসার সূত্রপাত হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের দিনও হিংসা অব্যহত রাজ্যজুড়ে ৷ ভোটের অশান্তি থেকে বাদ পড়ল না ভাঙড়ও ৷ সোমবার সকাল থেকেই ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় ৷
আরও পড়ুন: LIVE: আজ রাজ্যে পঞ্চায়েত ভোট, কড়া নিরাপত্তায় শুরু হল ভোটগ্রহণ
সূত্রের খবর, সোমবার সকাল থেকেই মাছিভাঙায় উত্তেজনা ৷ বুথ দখলে অভিযুক্ত আরাবুল অনুগামীরা ৷ সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ৷ উত্তেজনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷
প্রসঙ্গত, দিন দু’য়ের আগেই আরাবুল বাহিনী বনাম জমি রক্ষা কমিটির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় ৷ জমি কমিটির আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিরা ৷ হাফিজুর মোল্লা নামে এক নির্দল প্রার্থীকেও গুলি করে খুনের অভিযোগ ওঠে আরাবুল বাহিনীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় অভিযুক্ত আরাবুলকে গ্রেফতার করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhangar, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Pashchimbanga Panchayat nirbachan 2018, West Bengal Panchayat polls 2018