বাথরুমে ছিলেন মহিলা, মোবাইল নিয়ে অন্য খেলায় মেতেছিল যুবক! গোপনে কী চলছিল জানেন?
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Secret Video Recording : পানিহাটির কামারপাড়া এলাকায় মহিলার বাথরুমে থাকার সময় গোপনে ছবি তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ধরা পড়ে যায় হাতেনাতে।
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দে : পানিহাটির কামারপাড়া এলাকায় চাঞ্চল্য। এক মহিলার বাথরুমে থাকার সময় গোপনে ছবি তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অভিযোগকারী মহিলা বাথরুমে থাকার সময়, অভিযুক্ত যুবক মোবাইল ক্যামেরায় ছবি তুলছিল। ঘটনাটি আচমকা চোখে পড়ে যায় ওই মহিলার। তারপরেই তিনি চিৎকার করে ওঠেন।
মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ফলে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। যুবকের কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তারপর এলাকার মহিলারা রীতিমতো গণপিটুনি দেয় অভিযুক্তকে। অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে ‘এত’ কিছু
এলাকায় উত্তেজনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পরে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার যুবকের মোবাইল পরীক্ষা করা হবে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে বলে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন : এই মণ্ডপে ঢুকলেই টাইম ট্রাভেলে পৌঁছে যাবেন ত্রেতাযুগে! পরিবার নিয়ে চলে যান রামরাজ্যে
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবকের এমন কাণ্ড দেখে অবাক স্থানীয় মানুষজন। পাশাপাশি এই ঘটনার পর থেকে খানিকটা আতঙ্কিত এলাকার মহিলারা। এমন ঘটনার পরে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও চিন্তা বেড়েছে তাঁদের। অন্যদিকে একযোগে অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Panihati,North Twenty Four Parganas,West Bengal
First Published :
September 25, 2025 9:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাথরুমে ছিলেন মহিলা, মোবাইল নিয়ে অন্য খেলায় মেতেছিল যুবক! গোপনে কী চলছিল জানেন?