Durga Puja 2025 : এই মণ্ডপে ঢুকলেই টাইম ট্রাভেলে পৌঁছে যাবেন ত্রেতাযুগে! পরিবার নিয়ে চলে যান রামরাজ্যে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Durga Puja 2025 : টিভির পর্দায় দেখা রামায়ণ চাক্ষুষ করে আসুন। দেখে আসুন রামরাজ্যের নানা কাহিনী। সুযোগ এনে দিয়েছে বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ।
দুর্গাপুজো বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা শুধু একটি উৎসব নয়, এটি শিল্প, সাহিত্য এবং ঐতিহ্যের এক মহা মিলনস্থল। প্রতি বছর নতুন নতুন থিম এবং ভাবনা নিয়ে মণ্ডপ সেজে ওঠে, আর সেই থিমের মাধ্যমে শিল্পী ও আয়োজকরা তুলে ধরেন সমসাময়িক বা পৌরাণিক নানা গল্প। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
advertisement
advertisement
রাবণ বধ করে সীতাকে ফিরিয়ে এনেছিলেন রাম। আর সেই বিজয়কে স্মরণ করে আমরা প্রতি বছর পালন করি বিজয়া দশমী। কিন্তু এই মহাকাব্য শুধু এক রাজার বীরত্বের গল্প নয়। এটি সত্য, ন্যায়, আর ত্যাগের এক অনন্ত উপাখ্যান। রামের ধৈর্য, লক্ষ্মণের ভ্রাতৃপ্রেম, সীতার অগ্নিপরীক্ষা, আর হনুমানের সীমাহীন ভক্তি সবকিছু যেন আজও আমাদের পথ দেখায়।
advertisement
তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘে এবছরের পূজোর বাজেট প্রায় ৪৪ লক্ষ টাকা। মেদিনীপুরের শিল্পীদের হাতের ছোঁয়ায় রামায়ণের গল্পে সেজে উঠেছে মণ্ডপ।মণ্ডপ সেজে উঠেছে সেই মহাকাব্যের নানা অধ্যায় নিয়ে। মণ্ডপের প্রতিটি কোণে ফুটে উঠেছে রামায়ণের প্রতিটি পর্বের গভীরতা। শুধু চোখ দিয়ে দেখা নয়, এটি অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা।
advertisement