পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে 'এত' কিছু
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পুজোর আগে ইউনিক কালেকশনে ভরপুর হাওড়ায়। ঢুঁ মারছেন মহিলারা। আর ঢুঁ মারলেই মন ভরে যাচ্ছে তাদের। হাতের কাছে এত কিছু পেয়ে গলে যাচ্ছে মন।
advertisement
advertisement
বর্তমান সময়ে হাতে তৈরি জিনিস বিশেষ করে মহিলাদের গয়না এবং ঘর সাজানো জিনিস দারুণ চাহিদা রয়েছে। বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ পোশাক শহরের পাশাপাশি গ্রামের মানুষের কাছেও বেশ আকর্ষণের হয়ে উঠেছে। আর এই মেলায় এই সমস্ত জিনিসের বিপুলসম্ভার, ফলে জিনিসের প্রতি ক্রেতাদের আকর্ষণও মন্দ নয়। শুধু আকর্ষণ বললে ভুল হবে, কেননা এই মেলায় এসে হাতের কাছে এত কিছু পেয়ে মন গলে যাচ্ছে মেয়েদের।
advertisement
advertisement
শান্তিনিকেতনের ব্লক ও বুটিক পেইন্টিং লেদার ছোট থেকে বড় বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইনের ব্যাগ, যেগুলি ৫০ টাকা থেকে শুরু করে, ২-৩ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে হাতে তৈরি জুয়েলারি ২০-৩০ টাকা থেকে শুরু। বিভিন্ন দামের ঘর সাজানো জিনিসের সঙ্গ কোয়ালিটি পোশাক ন্যায্য দামে বিক্রি হচ্ছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)