West Medinipur News: টানা বৃষ্টি, ক্ষতি সবজি চাষে, মাথায় হাত কৃষকদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি, মাঠেই পচে গিয়েছে সবজি, ক্ষয়ক্ষতি চাষে।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বর্ষার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সাধারণ মানুষ। তবে বর্ষা আসতেই চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। কারণ লাগাতার বর্ষা হওয়ার কারণে এবং জেলা জুড়ে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাতের কারণে জল থৈথৈ অবস্থা সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। একদিকে যেমন ঘাটালে বন্যা হয়েছে ঠিক জেলার অন্য প্রান্তে ডুবে গিয়েছে সবজির খেত। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ইতিমধ্যে মাথা বাঁচাতে সবজি চাষ ছেড়ে ধান চাষ করছেন তারা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নদীর তীরবর্তী বড়া, কাঁটাপাল, অন্ত্রী সহ একাধিক এলাকার মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল। এখানের উর্বর মাটিতে ফলে কুমড়ো, ঝিঙ্গা, পটলসহ একাধিক সবজি। তবে প্রবল বৃষ্টির কারণে সবজির ক্ষেতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। যার কারণে নষ্ট হয়ে যায় গাছ। মাঠে পচে গিয়েছে কুমড়ো। ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। ভেঙে গিয়েছে ঝিঙ্গা, পটলের মাচা। স্বাভাবিকভাবে বেশ কয়েকশো বিঘা, ক্ষয়ক্ষতি হয়েছে এই সবজির চাষে।
advertisement
প্রসঙ্গত এই এলাকায় উৎপাদিত সবজি রফতানি হয় জেলা ছাড়িয়ে ভিন জেলাতে। অনেকেই ধার করে এই চাষাবাদ করেন। ধান চাষের পরিবর্তে এই চাষ অত্যন্ত লাভজনক। এবারেও লাভের আশায় তারা সবজির চাষ করেছিলেন। তবে প্রবল বৃষ্টিতে বিপদ নেমে আসে তাদের।
advertisement
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামাল দিতে বর্তমানে তারা সেই জমিতেই ধান গাছ লাগিয়েছেন। স্বাভাবিকভাবে ক্ষতি সামাল দিতে ধানের উপর ভরসা রাখছেন কৃষকেরা। তবে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই জায়গায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 5:24 PM IST
