West Medinipur News: টানা বৃষ্টি, ক্ষতি সবজি চাষে, মাথায় হাত কৃষকদের

Last Updated:

বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি, মাঠেই পচে গিয়েছে সবজি, ক্ষয়ক্ষতি চাষে।

+
ক্ষতি

ক্ষতি সবজি চাষে 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বর্ষার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন সাধারণ মানুষ। তবে বর্ষা আসতেই চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। কারণ লাগাতার বর্ষা হওয়ার কারণে এবং জেলা জুড়ে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাতের কারণে জল থৈথৈ অবস্থা সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। একদিকে যেমন ঘাটালে বন্যা হয়েছে ঠিক জেলার অন্য প্রান্তে ডুবে গিয়েছে সবজির খেত। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ইতিমধ্যে মাথা বাঁচাতে সবজি চাষ ছেড়ে ধান চাষ করছেন তারা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নদীর তীরবর্তী বড়া, কাঁটাপাল, অন্ত্রী সহ একাধিক এলাকার মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল। এখানের উর্বর মাটিতে ফলে কুমড়ো, ঝিঙ্গা, পটলসহ একাধিক সবজি। তবে প্রবল বৃষ্টির কারণে সবজির ক্ষেতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। যার কারণে নষ্ট হয়ে যায় গাছ। মাঠে পচে গিয়েছে কুমড়ো। ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। ভেঙে গিয়েছে ঝিঙ্গা, পটলের মাচা। স্বাভাবিকভাবে বেশ কয়েকশো বিঘা, ক্ষয়ক্ষতি হয়েছে এই সবজির চাষে।
advertisement
প্রসঙ্গত এই এলাকায় উৎপাদিত সবজি রফতানি হয় জেলা ছাড়িয়ে ভিন জেলাতে। অনেকেই ধার করে এই চাষাবাদ করেন। ধান চাষের পরিবর্তে এই চাষ অত্যন্ত লাভজনক। এবারেও লাভের আশায় তারা সবজির চাষ করেছিলেন। তবে প্রবল বৃষ্টিতে বিপদ নেমে আসে তাদের।
advertisement
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামাল দিতে বর্তমানে তারা সেই জমিতেই ধান গাছ লাগিয়েছেন। স্বাভাবিকভাবে ক্ষতি সামাল দিতে ধানের উপর ভরসা রাখছেন কৃষকেরা। তবে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই জায়গায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: টানা বৃষ্টি, ক্ষতি সবজি চাষে, মাথায় হাত কৃষকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement