রাখিতে ম্যাজিক, পরে ফেলার পরই আসল খেলা! দাবানলের মতো ছড়াবে সবুজ, দেখে নিন কীভাবে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
স্কুলে সকাল থেকে জোরকদমে চলছে রাখি তৈরীর কাজ। এই রাখি তৈরি করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। সহযোগিতা করছে শিক্ষক-শিক্ষিকারা।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: স্কুলে সকাল থেকে জোরকদমে চলছে রাখি তৈরির কাজ। এই রাখি তৈরি করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। সহযোগিতা করছে শিক্ষক-শিক্ষিকারা। তৈরি করা হচ্ছে পরিবেশবান্ধব রাখি। ঘটনাটি মথুরাপুর ২ নং ব্লকের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের। এই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দেখেছেন যে প্রতিবছর রাখিবন্ধন উৎসবের কিছুদিন পর এই রাখিগুলি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ফলে সেগুলি নষ্ট হয়।
ফলে এবছর শিক্ষক-শিক্ষিকারা সিদ্ধান্ত নিয়েছেন রাখিগুলির মধ্যে গাছের দানা দিয়ে দিয়েছেন। ফলে এই রাখি যেখানে ফেলা হবে সেখানে চারাগাছ জন্মাবে সবুজ হয়ে উঠবে প্রকৃতি। যেমন ভাবা তেমন কাজ। স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখর হালদার এই কাজ করেছেন।
advertisement
advertisement
এ নিয়ে তিনি জানান, পরিবেশবান্ধব রাখি তৈরির চেষ্টা করেছেন তাঁরা। সেখানে ব্যবহার করা হয়েছে সুতো, ফুল ও আরও অন্যান্য সামগ্রী। তবে সমস্ত রাখির মধ্যে গাছের দানা দেওয়া হয়েছে। ফলে এই রাখিগুলি যখন ফেলে দেওয়া হবে তখন সেখান থেকে গাছ জন্মাবে। যা বড় হয়ে বৃক্ষে পরিণত হবে। তবৈই সবুজায়ন ঘটবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে কৃষ্ণেন্দু পাল, তনয়া হালদারের মত খুদে পড়ুয়ারাও খুশি। হাতে কলমে রাখি তৈরি শিখে আনন্দিত তারা। উল, কাগজ, সুতো ও বীজ নিয়ে নিজেরা রাখি তৈরি করে পরিয়েছেন পথচলতি মানুষজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। পরিবেশ রক্ষার এই প্রয়াস ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। স্থানীয়রাও এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। পরিবেশের জন্য কাজ করতে পেরে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2025 11:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাখিতে ম্যাজিক, পরে ফেলার পরই আসল খেলা! দাবানলের মতো ছড়াবে সবুজ, দেখে নিন কীভাবে





