শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি! ট্রাক্টর থেকে পড়ে মুর্শিদাবাদে প্রাণ হারালেন বীরভূমের 'শিব ভক্ত'

Last Updated:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। জল নিয়ে ট্রাক্টর করে যেতে গিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিব ভক্ত বৃদ্ধের।

ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু! দেহ রাখা কান্দি মহকুমা হাসপাতালে 
ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু! দেহ রাখা কান্দি মহকুমা হাসপাতালে 
কান্দি, কৌশিক অধিকারী: আগামী সোমবার শিবের মাথায় জল ঢালবেন অনেক শিবভক্তরা। তাই বীরভূম থেকে মুর্শিদাবাদের বহরমপুরে এসেছিলেন গঙ্গায় জল নিয়ে যেতে। কিন্তু আর জল ঢালা হল না। শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। জল নিয়ে ট্রাক্টর করে যেতে গিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাটু হাজারা (৬০)। বাড়ি বীরভূম জেলার চন্দ্রহাট গ্রামে।
জানা গিয়েছে, হাটু হাজরা বীরভূমের চন্দ্রহাট গ্রাম থেকে নিজের নাতনিকে সঙ্গে নিয়ে বহরমপুরে গিয়েছিলেন গঙ্গাজল আনতে। স্থানীয় মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে বহরমপুর থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন। কিন্তু কিছুটা আসার পর শারীরিক কষ্ট হওয়ার কারণেই পাশের গ্রামের একটি ট্রাক্টর ফিরছিল গ্রামে শিবভক্তদের নিয়ে তার সন্ধান পান।
advertisement
advertisement
১৫ জন গ্রামবাসী একটি ট্রাক্টরে করে এসে গঙ্গায় গিয়েছিলেন জল আনতে। গঙ্গা জল নিয়ে শুক্রবার রাতে ফিরছিলেন। আর সেই ট্রাক্টরে উঠে পড়েন নাতনিকে সঙ্গে নিয়ে হাটু হাজরা নামের ওই শিবভক্ত। ট্রাক্টরের পিছনে বসেছিলেন নাতনিকে নিয়ে হাটু হাজরা। তাদের উদ্দেশ্যে ছিল মুর্শিদাবাদ বীরভূম জেলা সীমান্তবর্তী রাম নগর শিব মন্দিরে জল ঢালা। কিন্তু ফেরার সময় কান্দির বাসস্ট্যান্ডের কাছে ময়ূরাক্ষী নদীর উপর ব্রীজের কাছে আসতেই ট্রাক্টর ব্রেক দিলে ট্রাক্টর থেকে পড়ে যান হাটু হাজরা। সঙ্গে সঙ্গে চোখের সামনে দাদুর এই ঘটনা দেখে চিৎকার করে ওঠেন নাতনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুরুতর আহত হলে তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চোখের সামনে দাদুর এই মর্মান্তিক পরিনতি দেখে হতবাক নাতনি সহ গোটা পরিবার। এই ঘটনার পর গ্রাম জুড়েই এখন কান্নার রোল নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি! ট্রাক্টর থেকে পড়ে মুর্শিদাবাদে প্রাণ হারালেন বীরভূমের 'শিব ভক্ত'
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement