Nadia News: ব্যাঙ্ক লোন ও বাড়ি বন্ধক দিয়ে দেশের হয়ে খেলতে পর্তুগালে পাড়ি নবদ্বীপের দুই কৃতীর
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: ব্যাঙ্ক লোন ও বাড়ি বন্ধক দিয়েই দেশের হয়ে প্রতিনিধীত্ব করতে পর্তুগালে পারি দেবে নবদ্বীপের দুই কৃতী। নবদ্বীপের দুই কৃতীর প্রতিভা এখন দেখবে গোটা বিশ্ব
নবদ্বীপ: ব্যাঙ্কলোন ও বাড়ি বন্ধক দিয়েই দেশের হয়ে প্রতিনিধীত্ব করতে পর্তুগালে পারি দেবে নবদ্বীপের দুই কৃতী। তাদের প্রতিভা এখন দেখবে গোটা বিশ্ব। নবদ্বীপ শহরের দুই বাসিন্দা অংকৃশ কর্মকার, রাইনা মজুমদার। দুজনেই তাদের পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই জিমনাস্টিক শিখছে নবদ্বীপ শহরের ঢপওয়ালি মোড় এলাকার একটি আ্যাকাডেমিতে। নিজেদের ইচ্ছেশক্তি ও প্রচেষ্টায় এই প্রশিক্ষন কেন্দ্রের দুই কৃতী জায়গা করেনিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ানশিপ খেলায়।
প্রশিক্ষনের জন্য নেই পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা সহ সরঞ্জাম। ফলে খোলা আকাশের নিচে মাটিতেই চলে বছরভর প্রশিক্ষন। বৃষ্টি হলে তথা বর্ষার সময়ে যার ফলে সমস্যায় পরতে হয় তাদের। তবে এসবকে পেছনে ফেলে নিজেদের উদ্যোম ইচ্ছে শক্তির ওপর ভর করেই এবছর অংকৃশ কর্মকার ও রাইনা মজুমদার জায়গা করে নিয়েছে পর্তুগালে অনুষ্ঠিত হতে চলা বিশ্বচ্যাম্পিয়ান শিপে।
advertisement
প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক বিশ্বরূপ বাবু জানান,”দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কোনরকমে চলে সংসার। কিন্তু এই সুদুর পর্তুগালে পারি দিতে এত খরচ ভেবে কিছুটা ভেঙে পরে তারা। পরে তাদের পরিবারের তরফে ব্যাঙ্ক লোন করে, একজন নিজের বাড়ী বন্ধক রেখেই দেশের হয়ে খেলতে যাচ্ছে ।”
advertisement
উল্লেখ্য ২০২৩ এর অক্টোবরে উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে রুপোর পদক জিতেছিল এই দুই কৃতী। এবার ২০২৪ এ পর্তুগালে ১৩ তম ( জুনিয়র) আ্যাক্রোবেটিক মিক্সড জিমনাস্টিক বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে নবদ্বীপের দুই কৃতী অংকৃশ কর্মকার ও রাইনা মজুমদার।
advertisement
জানা গিয়েছে এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ জন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলছে এই প্রতিযোগিতায়। যেখানে রাজ্যের মধ্যে কেবল এই নবদ্বীপের দুই কৃতী যোগ্যতা অর্জন করেছে। এখন এটাই দেখার ফের নবদ্বীপের এই দুই বাসিন্দা তাদের প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে কতটা সাফল্য আনতে পারে দেশের জন্য। সকলেই তাদের সাফল্য কামনা করছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ব্যাঙ্ক লোন ও বাড়ি বন্ধক দিয়ে দেশের হয়ে খেলতে পর্তুগালে পাড়ি নবদ্বীপের দুই কৃতীর