Nadia News: একদিনের ব্যবধানে নিখোঁজ বিবাহিত দুই বোন! নতুন সম্পর্কের টান না অন্য রহস্য, চাঞ্চল্য নদিয়ায়

Last Updated:

নিখোঁজ দুই তরুণীর শ্বশুরবাড়ির সদস্যদেরই দাবি, তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
সমীর রুদ্র, করিমপুর: সম্পর্কে দুই বোন। দু জনেই বিবাহিত। বাজার করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে একদিনের ব্যবধানে নিখোঁজ হয়ে গেলেন দু জনেই৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে৷
স্থানীয় সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থেকে নিখোঁজ হন শর্মিলা মালাকার (নাম পরিবর্তিত) নামে এক তরুণী৷ তাঁর শ্বশুরবাড়ি বনগাঁতেই৷ তাঁর দুই সন্তান রয়েছে৷ এর ঠিক দু দিন পর গত ১ মার্চ হন তাঁর বোন রীনা মালাকার (নাম পরিবর্তিত)৷ বিবাহিত রীনারও একটি সন্তান রয়েছে৷
আরও পড়ুন: ভালবেসে বিয়ে করেছিল মেয়েটা, সেই ভালবাসাই কাল হল
advertisement
advertisement
নিখোঁজ দুই তরুণীর শ্বশুরবাড়ির সদস্যদেরই দাবি, তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সম্ভবত তাঁদের প্রেমিকের সঙ্গেই দুই গৃহবধূ কোথাও চলে গিয়েছেন! দুই পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে করিমপুরের বাসিন্দা রীনার সঙ্গে ওই থানায় এলাকার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা এক যুবকের প্রেম করে বিয়ে হয়। তার পরেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই তরুণী৷
advertisement
পরিবারের পক্ষ থেকে দায়ের হওয়া নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, দুই বোনেরই কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কাদের সঙ্গে ফোনে কথা বলতেন, শেষ বার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: একদিনের ব্যবধানে নিখোঁজ বিবাহিত দুই বোন! নতুন সম্পর্কের টান না অন্য রহস্য, চাঞ্চল্য নদিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement